১।
আতঙ্কিত হইও না! পটে যাইনি;
চিন্তা করিও না! তোমাকে চাইনি।
তোমার হাসি, বিরক্ত করে না;
তোমার হাসি, পরিবর্তন হয় না।
দ্বিধা করিও না আমায় ভালোবাসিতে;
ভীত হইও না, বলেছি এমনিতে...
২।
সে কবেই শুরু করেছি এখনও-
লিখছি; কয়টা আর হলো আদৌ...
কত ঝড় এলো, তছনছ করলো
কী লাভ, সবকিছুই হলো এলোমেলো.!
৩।
হারিয়ে যাচ্ছে তরতাজা সোনালী সময়
হায় আফসোস! ফাঁকা আদৌ হৃদয়!
অনীহা লাগছে, দিনদিন বাড়ছে ভয়
হয়েছে গেছে দেহ-মনে ক্ষয়!
সর্বশেষ এডিট : ২৪ শে ডিসেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:২০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



