লিখব তো অবশ্যই, নিশ্চয়্ পড়বো
আমি পারি, আমিই পারব-গড়বো।
সূর্যটা উত্তপ্ত কিন্তু আলো দেয় এতো
আমার দেশে সমস্যা আছে যতো-
দুর করব; মনে যন্ত্রণা সব
এক সৃষ্টিকর্তা, আল্লাহ আমার রব!
আমি ভাবি, আমি ভাবছি মুহূর্তে
বেঁচে আছি নিয়ম-কানুন শর্তে।
আমার জীবন, ঘটে যাওয়া ক্রিয়া
বিস্ময়, আশ্চার্যান্বিত খুব, ব্যতীত প্রিয়া!
মানুষের এতো এতো মত যত
মৌলিক এক, নিহত-আহত অগণিত!
২৭-১২-২০২২

সর্বশেষ এডিট : ২৮ শে ডিসেম্বর, ২০২২ সকাল ১০:৫৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



