১
অনুপ্রাণিত, প্রশংসিত, আনন্দিত স্বীয় কাজে
প্রেরণা পেয়েছি "সুন্নাহ আই.টি"র মাঝে!
এগিয়ে যেতেই হবে অনেক দূরে
যাতে আফসোস হয়! দিয়েছে যারা পর করে!
২
ফুল ফোটে ঝরে যায় সময়ে
ফল তৃপ্তি করে, বীজ হয়ে!
কিছু ফুল সুন্দর, সুগন্ধ ছড়ায়
দুর্গন্ধ ছড়িয়ে বহু ভাবায়-কাঁদায়!
৩
ছেড়ে গেছে প্রিয়জন, হৃদয়ের স্পন্দ
তারা ছিল প্রেরণা, অনেক ফলন!
ইচ্ছে গুলো হারিয়ে যাচ্ছে এখন
আমিও আড়াল, চুপ হবো বুঝুন!
জেগে উঠতে মন চায় না
তরুনী হচ্ছে চিত্তের বাড়াবাড়ি ভাবনা!
২৯।১২।২০২
সর্বশেষ এডিট : ২৯ শে ডিসেম্বর, ২০২২ সকাল ১০:১৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




