আনন্দময় মুহূর্ত
সাইফুল ইসলাম সাঈফ
আনন্দময় মুহূর্ত আমার, খুশীর খবর
আমার ভাগ্নির উচ্চশিক্ষা সমাপ্ত, সুখবর!
পড়তে সহায়তা করেছে তার বর
উৎসাহিত, অনুপ্রাণিত করেছি আমি উত্তরোত্তর।
প্রার্থনা করি আল্লাহর কাছে সেজন্য
সে যেন মানুষ হয় পরিপূর্ণ।
এরজন্য আজ খুব যে সুখী
যদিও মানুষ হিসেবে নিজে দুখী।
সফলতা আসে বারবার প্রায় প্রত্যেকের
কিছু ব্যর্থতার কারণে অস্বীকার ফের!
শিখতে হবে, জানতে হবে সবার
সুযোগ আসে কিন্তু জীবনে বারবার।
পড়লেই উন্নতি সুনিশ্চিত হবেই হবে
বসে থেকো না পাবেই পাবে।
আসুন পড়ি, আসুন গড়ি সুন্দর
তাহলে খুব চমৎকার হবে অন্দর।
হে আল্লাহ সবাইকে শেখার ব্যবস্থা কর
ইচ্ছে আমার, অসত্য শেষ কর।
সেক্টর-সাত, উত্তরা, ঢাকা।
৩০.০৭.২৩
সর্বশেষ এডিট : ৩১ শে জুলাই, ২০২৩ সন্ধ্যা ৭:৫১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


