বৈধ সৌন্দর্য
সাইফুল ইসলাম সাঈফ
ভাবনার মতো কি সব হয়?
মিল পাওয়া যায় কিছুতে, অভয়।
কতজনের কতকিছু ভেবে রেখেছে স্বপ্নে
সবারটা পূরণে হতে পারে সংঘর্ষ
তাতে কেউ পাবে দুঃখ-হর্ষ!
ধরুণ রাণী হতে চান আমার
আরেক জন হতে চায় আমার।
দুজনের স্বপ্ন বাস্তব হলে ঘটবে
যদি আমি ভাবি অন্যকে তবে?
সব গোপন কি বলা যায়
লুকিয়ে কিছু না কিছু রাখা হয়।
অনাকাঙ্ক্ষিত ঘটনা ভাবনায় আসে না
আপনার মতো আমারও কত ভাবনা।
সত্যি হয় না, কখনও হয়
তবুও থেকে যায় অনেক ভয়!
চাই ভালো কাজে দেই উৎসাহ
আল্লাহ কাছে সুন্দর দিন প্রত্যহ।
দিন শেষে উঠে নতুন সূর্য
সবশেষ চাওয় একমাত্র বৈধ সৌন্দর্য!
উত্তরা, ঢাকা।
০৮.০৯.২০২৩
সর্বশেষ এডিট : ০৮ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ৮:৪৬