অনেক অজানা
সাইফুল ইসলাম সাঈফ
কিছু না কিছু প্রতিদিনই পড়ি
কিছু না কিছু রোজই গড়ি।
ভয় হয় মন্তব্য করতে, বিপদ
কত রকমের মানুষের পদ।
আপনিও চান নিশ্চয়ই মানুষের মঙ্গল
সেও চায় নিশ্চয়ই মানুষের মঙ্গল।
তবুও হয়ে যায় আলাদা ফলাফল
একই বিষয়ে ভিন্ন ভিন্ন ফল।
আমার আর আপনার মধ্যে এক-
যা, থাকনা এক এক এক!
কী করব পার্থক্য হয়ে বলুন
সহজ সরল পথে আসুন, চলুন।
সত্য কি? সত্য কি? বুঝেন?
ঘটে যাওয়া ঘটনা পুঙ্খানুপুঙ্খ যানেন?
নিশ্চয়ই কেউ আছে তা জানে
নাই থেকে সব যিনি আনে।
দরিদ্র ঘরের সন্তান আমি স্বশিক্ষিত
কতজনে করতে চায় আমায় নত।
প্রচুর জানতে চাই আমি পারিনা
তাই আমার অনেক অনেক অজানা।
উত্তরা, ঢাকা।
০৮।০৯।২০২৩
সর্বশেষ এডিট : ১০ ই সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৪:১৫