অ্যাসিস্ট
সাইফুল ইসলমা সাঈফ
অ্যাসিস্ট ছাড়া কে দিয়েছে গোল
একলা ছেড়ে দিলে কেমন ফলাফল?
প্রত্যেকের প্রত্যাশা কেবল উন্নতি, সফলতা
প্রচুর ধন, যার জন্য ব্যাকুলতা।
সেরা সেরা তারা তারা কিভাবে?
এমনি এমনি সহায়ক ছাড়া এভাবে!
যার পাশে এলোনা কেউ এখনও
সব চাহিদা আছে, রয়েছে হৃদয়ও।
যথা সময় চলে গেছে, স্বপ্ন-
হয়নি বর্তমানেও পুরানো, অসম্ভব পূর্ণ!
তবুও চলতে হয়, বলতে হয়
চাপা কষ্ট নিয়ে, নেই অভয়!
কত যে দেখি আয়নায় অবয়ব
মায়া হয় নিজের জন্য সব!
ইচ্ছে আমার জয়ী হবে জীবনে
ফুলে ফলে ভরা থাকবে কাননে!
আমার থাকবে হাসি খুশি স্বজন
এসব ভেবে হারিয়ে ফেলছি কখন!
হয় না হয় না স্বাভাবিক
আমি দেখি, খুঁজি যে চারদিক।
উত্তরা, ঢাকা।
১০.০৯.২০২৩
সর্বশেষ এডিট : ১১ ই সেপ্টেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:০৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।






