হাত সুন্দর!
সাইফুল ইসলাম সাঈফ
হাত দুটো ধরতে ইচ্ছে হয়
সাহস নেই বলতে লাগে ভয়!
তুমি দেখতে কেমন বলো তো?
তোমার মন কি সুন্দর তো?
রূপেরও আছে অনেক অতি গুরুত্ব
যদি মিলে যায় নিবো স্বত্ব!?
কত উদাসীন এই হৃদয়, ক্ষয়
খালিই রয়ে-ই গেছে, চাই অভয়!
না ছুঁয়েই উত্তপ্ত , ভীষণ ক্ষতিগ্রস্ত!
কারণ দেওয়া সম্ভব না সমস্ত!
জানাতে পারো গোপনে, ভাবো নীরবে
জুটি যারা হয়েছে, সুখে সবে!?
আমারও আছে নিশ্চয়ই সঠিক যোগ্যতা
সামান্য অ্যাসিস্ট-এ পাবে যা পূর্ণতা।
আমার মূল্য নেই পরিচিতের কাছে
তাই সরে গিয়েছি, সবশেষে, মিছে।
একলা আর থাকতে চাই না
জীবনের অনিশ্চয়তা. বিষণ্ণ, কেবল যাতনা!
এসো তরুণী, এসো না সানন্দে
থাকব হাসি-খুশি আর আনন্দে!
উত্তরা, ঢাকা।
১৬.০৯.২০২৩