কোনো কৌশলে
সাইফুল ইসলাম সাঈফ
পেরে উঠবে না কোনো কৌশলে
যতই সূক্ষ্ম চিন্তা, যাবে বিফলে!
যেভাবে বিজয়ী করার দরকার, করবেন
ঠিক সেই ব্যবস্থা, করেছে, করছেন।
বিপদ মানেই নিয়ামত, বুঝা মুসকিল
থাকতে, রাখতে হবে সৎ দিল!
সহায়তা করার করছে, অস্পষ্ট মূর্খ্যের
মানতে, বুঝতে চায়না ভাবে নিজের।
কি এমন জেনে ভাবো- বিজ্ঞ
কিছুই না, বুঝেও না অজ্ঞ!
কিছু কি দেখাতে পারো চূড়ান্ত
চিরন্তন সত্য তুমি হবে ক্ষান্ত!
কত উক্তি, এই ঠিক, পালটায়
আল্লাহর বাণী প্রায় সবাইকে ভাবায়।
চুপ থেকেও লাভ নেই বলতে-
হবে স্বকণ্ঠে! মুক্তি আছে তাতে।
শুরু থেকে বর্তমান পর্যন্ত দেখাও-
একটি চির উন্নত সুচরিত্র, প্রিয়ও!
পারবে না, নাই কোনো দ্বিতীয়
একমাত্র হযরত মুহাম্মদ সা., হৃদয়।
উত্তরা, ঢাকা।
১৭.০৯.২০২৩
সর্বশেষ এডিট : ২২ শে সেপ্টেম্বর, ২০২৩ সকাল ১০:৩২