সহপাঠী
সাইফুল ইসলমা সাঈফ
সহপাঠীদের সাথে আমার একটা স্মৃতি
ঝোঁক ছিলো তীব্র, ছিলোনা প্রীতি!
হারিয়েছি যথা সময় প্রতিবার চেষ্টায়
সব গেছে আমার একদম বৃথায়!
দ্বিতীয় বার নবীন ও বর্ষ বরণ
প্রায় প্রিতিদিনই যা হয় স্মরণ।
কেন যে এমন হলো পরিস্থিতি
বৃষ্টি এলে ভিজি নেই ছাতি!
আমার স্বপ্ন, স্বপ্নই হয়ে রইলো
এতো কঠিন এই পথ বলো?
যাচ্ছে সবার জীবন সুখে-দুখে
বাধ্য করার জন্য কেবল রুখে!
স্বজন চাইলেই বিজয়ী হতাম বারবার
নতুন করে হয় আগ্রহ আবার।
আমার খোরাক ঠিক হয়ে আছে
নেই স্বীয় প্রিয় জন কাছে।
এরজন্য তো মানুষ কেবল বাঁচে
হৃদয় সৃষ্টি মনে হয় কাঁচে।
সাহস শক্তি হারিয়ে লাগে তুচ্ছ
সুন্দর প্রতি ফুল আরো গুচ্ছ!
উত্তরা, ঢাকা।
১৯.০৯.২০২৩
সর্বশেষ এডিট : ২৩ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ৮:৪৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



