লাবণ্য
সাইফুল ইসলাম সাঈফ
এখনই দেখতে পাচ্ছি বিদ্যমান তারুণ্য
যুবকের প্রথম পছন্দ যুবতির লাবণ্য!
বৃথা যথা সময় ছেড়ে ক্ষতিগ্রস্ত
নষ্ট করোনা নয়তো হারাবে সমস্ত!
সজীব হৃদয়, প্রাণবন্ত, দুরন্ত, উচ্ছ্বাস
সম্প্রতি ছাড়ি শুধু অতি দীর্ঘশ্বাস!
আমরা জয়ী হই, সবসময় না
স্বপ্ন, ভাবনা সমসময় সঠিক না!
আমিও হেরেছি আবার কখনো জিতেছি
আসলে প্রাপ্তির কথা ভুলে যাচ্ছি!
আমরা স্বীকার করতেই চাই না
ত্রুটি আমরা করি, তাই যাতনা!
গোছানো পথ আমার হয়েছে তছনছ
যা আমার অপ্রত্যাশিত, অহেতুক খরচ!
যদি হাত ধরো এগিয়ে যাবো
আবার চেষ্টায় সফলতা ফিরে পাবো।
কি ধরবে না! ছুঁবে না?
একসাথে স্বপ্ন পূরণ কর না?
একটুও কি আমায় ভালো লাগেনি
প্রতিজ্ঞা করছি দিব উপযুক্ত সম্মানি!
তুমি হয়ে যাও আমার রানী
তাহলে দূর হবে আমর পেরেশানি!
তুমিই প্রমাণ পেয়েছো আমার গূণ
কি করবো এভাবে হয় পূরণ!
চাইলে কি কেউ মনমত হয়?
তবুও অজানায় পারি দেতে ভয়!
এসো না লোকসান হবে না
তুমিই যে এখন মুহূর্ত ভাবনা!
তুমি পরিপক্ক, তুমি সুরম্য অদম্য
যা আমার পছন্দসই প্রিয় কাম্য
উত্তরা, ঢাকা।
৩০.১১.২০২৩
সর্বশেষ এডিট : ০১ লা ডিসেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:৪০