বিমুখ
সাইফুল ইসলাম সাঈফ
মনে মনে ভাবলাম দেশের প্রধান
আমার আছে খুব প্রশংসা, সম্মান!
বের হলাম জানতে অলিতে গলিতে
দেখতে পেলাম ভুলগুলো চলতে চলতে।
ভাঙ্গাচুরা রাস্তা, ফুটপাতে না খেয়ে
ঝড়, বৃষ্টিতে বাঁচে কী নিয়ে?
যেখানে যাই হাত পাতে অসহায়
আমি কেনো তাহলে আছি হায়!
শিক্ষার হার এত এত কম
পিছিয়ে সব দিক দিয়ে,শরম!
মানুষ আমরা আছি, দক্ষ নই
কারণ বিমুখ, পড়ি না বই!
চিন্তা করতে হবে, গড়তে দেশ
সহজলভ্যে শেখাও, হবে উন্নত, বেশ।
এ বলে, সে বলে, যদি
জানতাম একটু পড়ালেখা, জানতাম আদি
কত কিছু করতাম হতো অগ্রগতি
শিক্ষিত হতো আমার নিজ জাতি।
সুখির চেয়ে আছে বেশি দুখি
এত এত সমস্যা দেখে আঁখি!
সব বদনাম, শুনি কেবল দুর্নাম
এতটুকু দিয়ে কী করব সুনাম!
দলিপাড়া, তুরাগ, ঢাকা।
১৫.০৪.২০২৪
সর্বশেষ এডিট : ১৫ ই এপ্রিল, ২০২৪ সকাল ১০:৩২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



