খুব বিষাদে
সাইফুল ইসলাম সাঈফ
আমি কেনো ভাষা বুঝি না
আমি কেনো আশা পাই না।
নিত্য দিন-রাত করি ছটফট
বলে ফেলো প্রিয়, ভালবাসি পটাফট!
এসো জোড়া বাধী যেমন কবুতর
করব না কভু তোমায় পর।
ভাবতাম আসবে, হবে মিল এমনিতে
এলো না, আসেনি, কাঁদি রাতে!
আগ বাড়িয়ে বলছি, তুমি পছন্দ
কর না! দাও না আনন্দ!
একলা নিঝুমে কত কঠিন কষ্ট
ভেবে হয়ে যাচ্ছি একদম নষ্ট!
তোমায় নিয়ে উঠব রোজ ভোরে
শীতল হাওয়া, মৃদু আলোর তরে
হাতে হাত রেখে হাটবো দুজন
চিরদিন থাকব সুখে ভীষণ প্রয়োজন।
এসো না দুলেদুলে আমার হয়ে
রবে তুমি যতনে আমার হৃদয়ে
যাওনা আমার প্রেমে ডুবে, ইচ্ছে
দিনগুলো খুব বিষাদে সবসময় যাচ্ছে।
দলিপাড়া, তুরাগ, ঢাকা।
০১.০৫.২০২৪
সর্বশেষ এডিট : ০২ রা মে, ২০২৪ রাত ১০:৩১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




