সজনে ফুল
সাইফুল ইসলাম সাঈফ
প্রায় বেশিরভাগ গাছে ফুল ধরে
সুন্দর প্রতিটি তবে যায় ঝরে
কোনোটা সুবাস ছড়ায়, কোনোটা দুর্গন্ধ
কোনাটা অগোচরে আবার কোনোটায় মুগ্ধ!
খেয়াল করে দেখেছো সজনে ফুল?
সুন্দর সাদা করে আমায় ব্যাকুল!
গোলাপ সুন্দর তবে প্রতিটি না
প্রতিটি সবাইকে একদমই ভাবায় না।
আমার দোলা মনের হর্ষ তুমি
রঙিন কর আমায় যৌবনে ঊর্মি।
মনমরা হয়ে থাকি কর খুশি
আমি দেখিতে চাই তোমার হাসি।
একলা থেকো না ভীষণ কঠিন
হারাবে অযথা জীবনের মনোহর দিন।
বলে দিলাম তোমাকে চাই, ভালবাসি
সুখ দেবো প্রকৃত রাশি-রাশি!
ছুঁতে পারেনি কেউ সত্যি সত্যি
বুঝো না প্রিয়, রমণী সুমতি।
তুমি কোন্ রঙে রাঙা বলো
সেই রঙে রাঙানো, দিবো আলো।
দলিপাড়া, তুরাগ, ঢাকা।
০৩.০৫.২০২৪
সর্বশেষ এডিট : ০৩ রা মে, ২০২৪ রাত ৮:১৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




