পড়তে পারি না
সাইফুল ইসলাম সাঈফ
মুসলিম পরিবারে জন্ম আমার
কিন্তু পড়তে পারি না বা জানি না!
মুসলিম সমাজে জন্ম আমার
কিন্তু পড়তে পারি না বা জানি না!
মুসলিম দেশে জন্ম আমার
কিন্তু পড়তে পারি না বা জানি না!
আমার মৌলিক চাহিদা অপূরণ রয়
সস্তা শ্রমে জীবনের হয় ক্ষয়।
খুবই চেষ্টা করে কয়জনের উন্নতি
কয়জন হতে পারে শ্রেষ্ঠ-সুমতি?
যাদের আছে বিত্ত তারাও পিছিয়ে
নগ্নতা প্রবেশ করছে হৃদয়ে হৃদয়ে।
বিজ্ঞ ঘরে ঘরে নিচ্ছে না জন্ম
দিনদিন খারাপ হচ্ছে আমার কর্ম।
এসো পড়ি, এসো শিখি কুরআন
তরতাজা হবে প্রতিটি মানুষের প্রাণ।
দলিপাড়া, তুরাগ, ঢাকা।
০৯.০৫.২০২৪
সর্বশেষ এডিট : ০৯ ই মে, ২০২৪ রাত ৮:২৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




