সুরম্য গুল
সাইফুল ইসলাম সাঈফ
তুমি দেখতে নাকি সুরম্য গুল
তোমার সঙ্গ পেতে হৃদয় ব্যাকুল।
ললনা তুমি সাড়া দাও না!
তোমায় ভেবে তৈরি করেছি আল্পনা।
তোমার সৌন্দর্য দেখতে মন চায়
যা দেখলে হবে পূণ্য প্রভায়।
চিত্ত আমার শীতল হলো না
তুমি বিহীন যাতনা আর যন্ত্রণা!
আগুন জ্বলানো এই হৃদয় তপ্ত
ভুলের জন্য স্বীয় খুব অনুতপ্ত।
পরিপূর্ণ সময় অনিশ্চিত পথে বিরহে
ভেসে যায়নি নগ্ন প্রেমের প্রবাহে।
মরুর বুকে বৃষ্টির খুব প্রয়োজন
তুমি হয়ে যাও একেবারে আপন।
কত দীর্ঘ প্রতীক্ষা তোমার জন্য
তুমি নেই বিধায় কেমন বন্য।
খুঁজছি তোমায় কত রূপে হন্য
সেজন্য তোমার জন্য আমি অনন্য।
তুমি নেই তাই খুব দরিদ্র
হয়ে যাচ্ছি দিনদিন অতি অভদ্র।
তুমি এসে করে দাও উৎফুল্ল
তুমি এসে করে দাও প্রফুল্লা!
তুমি অনুপ্রেরণা দিলে হবো উন্নত
জ্বলমলে নীলের মতো হবো আনন্দিত!
তোমার চরিত গুণ আমার কাঙ্খিত
তুমি চাইলে হবো উচ্ছ্বসিত, উজ্জীবিত!
উত্তরা, ঢাকা।
০২.০৯.২০২৪