মাতোয়ারা খুশবু
সাইফুল ইসলাম সাঈফ
চেহারা দেখলে যদি অপছন্দ হয়
সেজন্য কি পাচ্ছো খুব ভয়?
সরাও না মুখোশ, দেখতে উন্মুখ
দেখতে পেলে পাবো খুব সুখ!
জগত জুড়ে কতো সুন্দর রূপ
খুশি করে না, সব অপরূপ!
তোমার মাঝে পেয়েছি শিউলি সুবাস
দাও না! তুমি প্রেমের আভাস।
চেয়েছো তাই গিয়েছি, করেছি সাক্ষৎ
চাইলে হবো তোমার কাছে কুপোকাৎ।
তুমি যে আমার মাতোয়ারা খুশবু
প্রার্থনা, হৃদয় শান্ত করো প্রভু।
তোমার কৌতুহল আমায় করে প্রাণবন্ত
শেষ হয়ে যাচ্ছে আরেকটি বসন্ত!
লুকিয়ে যায় কেন আমার আগ্রহে
কাকে যেন খুঁজি নিভৃতে প্রত্যহে।
গুমরে কাঁদি প্রতিমুহূর্তে না পেয়ে
এতো অপ্রাপ্তি কেন আমার হৃদয়ে।
একা একা পাই না ভারসাম্য
এই সমাজে নাই কেন সাম্য?
কারো চাইলে মিলে বিশাল, প্রচুর
তারা চাইলে মিলে সব ভরপুর।
আমার রোজগারে কেন নেই বারাকা
আমার আছে সুন্দর স্বপ্ন আঁকা।
সজ্ঞানে মন্দ পথে চলার অনিচ্ছা
তবুও সবকিছুতে দেখতে পাই আবছা!
উত্তরা, ঢাকা।
৩০.০১.২০২৫
সর্বশেষ এডিট : ৩০ শে জানুয়ারি, ২০২৫ দুপুর ২:৪০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



