উপেক্ষা করা
সাইফুল ইসলাম সাঈফ
উপেক্ষা করা একটুও পছন্দ না
তবুও ঘটে এমন নিত্য ঘটনা।
আমি তোমাকে প্রস্তাব দিয়েছি পেতে
দু’জনে থাকতে পারি একসাথে যাতে।
কিন্তু উপেক্ষিত হয়েছি তোমায় চেয়ে
এত উচ্চতা নেই, শূন্য হৃদয়ে।
আমি আগ্রহ দেখাই, তুমি অনাগ্রহ
তাল মিলে না কেন অহরহ?
রজনী কাটে বিশ্রী কান্ড ঘটে
প্রতিদিন কত কথা জগতে রটে।
ভুলে যাওয়া তো সম্ভব না
তোমার কি ইচ্ছে হয় না?
কেন তোমার অনীহা আমার প্রতি
প্রীতি দেব গভীর, দিচ্ছি প্রতিশ্রুতি।
চিন্তা-ভাবনা করে দেখো ললনা
তুমি হতে পারো উন্নত প্রেরণা।
ঠিকানা দাও বার্তা পাঠাবো অনুরাগের
তুমি আমার কাছে কাঙ্ক্ষিত সোহাগের।
এদিক সেদিক না তাকিয়ে ধরো
আমি হইনি এখনো অন্য কারো।
আমার জীবন বৃত্তান্ত না সমৃদ্ধ
আমি হইনি কারো সাথে আবদ্ধ।
পূর্ণিমা সুন্দর লাগে পাওয়া অসম্ভব
তুমি বিহীন বৃথা যাচ্ছে উদ্ভব!
উত্তরা, ঢাকা।
১৯.০২.২০২৫
সর্বশেষ এডিট : ১৯ শে ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৫:৩৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



