আসাম লতা ফুল
সাইফুল ইসলাম সাঈফ
অবহেলিত শুভ্র সৌন্দর্য বিলায়
আসাম লতা ফুল!
বেখেয়ালি মন দেখে না
সুবাসে মুগ্ধতা ছাড়ে না!
এই ফুল দেব গুঁজে খোপায়
ভালোবাসি বলে দিলাম তোমায়!
এর মাঝে লুকায়িত গুণ
অল্প না, দেব প্রীতি বহুগুণ!
সানন্দে দুলে দুলে দোলা
এসো পাশে থেকো না একলা।
তোমার জন্য প্রেম সঞ্চিত
তা দেখলে হবে অভিভূত!
কত না ভাবে বহুরূপী ইঙ্গিত
তুমি এলে হবে আমার জিত।
বৃথা করো না, সোনালি সময়
তোমার পরশে হবে সুখময়!
দেখাই আগ্রহ, বলি সুন্দর
সুরম্য তুমি, সুরম্য অন্দর!
চারদিকে কত দেখি আবদ্ধ
তাতে হচ্ছে বৃত্তান্ত সমৃদ্ধ।
উত্তরা, ঢাকা।
২০.০২.২০২৫
সর্বশেষ এডিট : ২০ শে ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ২:৪২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



