লইট্টা মাছ
সাইফুল ইসলাম সাঈফ
আমি যেখানে থাকি
সেখান থেকে সমুদ্র অনেক দূরে
আমি জেলে নই
আমার চারপাশে জলাশয়ও নেই
আমি কখনও মাছ ধরিনি
আমার পক্ষে সম্ভবও না
উত্তাল বিশাল সাগরে গিয়ে
সুস্বাদু এই লইট্টা মাছ ধরা
তারপর রান্না করে, মজা করে খাওয়া
আমি কল্পনাও করতে পারিনি
যে মাছটি খেয়ে হজম করেছি
সেটা আমি ধরেনি তারপরেও
ঐ গভীর জলে থাকা মাছটি
আমার শক্তির জন্য আহার ছিলো
প্রতিদিন কতকিছু ভাবি আমার জন্য
তা অসম্ভব, কিন্তু বিভিন্নভাবে যা ঘটে
চমৎকার সহজ ও সম্ভব
সৃষ্টিকর্তার পরিকল্পনা নিখুঁত উদ্ভব।
উত্তরা, ঢাকা।
১৫.০৬.২৫
সর্বশেষ এডিট : ১৫ ই জুন, ২০২৫ সন্ধ্যা ৬:০৫