স্বপ্ন দেখেনি
সাইফুল ইসলাম সাঈফ
আমার মা আমকে নিয়ে স্বপ্ন দেখেনি
যদি স্বপ্ন দেখতো তাহলে
এভাবে ঝরে পড়তাম না
আমি বিজয়ী হওয়ার জন্য
বারবার উঠে দাঁড়িয়েছে
ভীষণ চেষ্টা করেছি, করছি।
এখনও আমি অদম্য
লড়েই যাচ্ছি….
আমি বহুবার নতুন কুঁড়ি ছেড়েছি
আর হতে চেয়েছি বিশাল বৃক্ষ
কিন্তু অদৃশ্য কারণে করকচি
স্বপ্ন ভেঙে যায় প্রতিবার!
আমি হতে চেয়েছি দীপ্তি
এতে তারা পায়নি তৃপ্তি।
আমার মা কখনো নিঃস্ব ছিলো না
তার ইচ্ছের সাথে আমার মিল ছিলো না!
আমার প্রতি তার মায়া, মমতা, প্রীতি
সবই ছিলো, ছিলো অবহেলা।
মা আমার স্বপ্নকে গুরুত্বই দিলো না
স্বপ্ন হারিয়ে, পরাজিত হয়ে আমার যন্ত্রণা।
আমি কত চিৎকার করে বলেছি
আলো আমার কাছে লাগে ভালো।
আমার মা পড়তে জানে না
আমাকে পড়তেও দিলো না!
যেহেতু একা আর নিঃস্ব, লড়ে আমি
মেধা, শ্রম দিয়ে কুলিয়ে উঠতে পারিনি।
আমার পরাজয়ে তারা ভীষণ খুশি
আর আমার প্রতিদিন বাড়ে দুঃখ বেশি!
উত্তরা, ঢাকা
১৯.০৬.২৫
সর্বশেষ এডিট : ১৯ শে জুন, ২০২৫ বিকাল ৩:৩৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



