খুবই অপরূপ
সাইফুল ইসলাম সাঈফ
তোমাকে দেখার সুযোগ এসেছিলো
আরেকবার; কিন্তু যেতে পারিনি!
হাতে টাকা পয়সা ছিলো না
তাই আবার দেখা হলো না!
ফেসবুকে দেখি তোমার ছবি
খুবই প্রাণবন্ত, খুবই অপরূপ
দেখছি অপলক, কী ঝলক
যদি দেখতে পারতাম তোমার অলক।
ঐ দু’চোখে ডুবে গেছি
ঐ দু’চোখে হারিয়ে গেছি!
দেরীতে হলেও প্রেমে পড়েছি
কল্পলোকে তোমায় আলিঙ্গন করছি!
তোমার ইচ্ছে, চাওয়াগুলো সুন্দর
আমায় দিয়ে পূরণ করো অন্তর।
কাকের বাসার মতো সাজাবো ঘর
ছুটির দিনে ঘুরবো ব্যস্ত শহর।
প্রাধান্যে থাকবে তোমার আকাঙ্ক্ষা
সবকিছু দিয়ে করব তোমায় রক্ষা।
খুলে দাও না তোমার হৃদয় জানালা
একটুও করব না তোমায় অবহেলা।
দীর্ঘদিন ধরে মনে ভীষণ যন্ত্রণা
দীর্ঘদিন ধরে করে কেবল কল্পনা।
দীর্ঘদিন ধরে করছি কঠিন অপেক্ষা
চিরদিনের জন্য পেতে চাই দেখা।
সবাইকে জানিয়ে বলছি সত্যি
আমি বিলিন করিনি ভালোবাস, রতি!
এসো সানন্দে, তুমিই প্রথম হৃদয়ে
একাকিত্বে যাচ্ছে সবকিছু ক্ষয়ে!
উত্তরা, ঢাকা।
২২.১১.২৫
সর্বশেষ এডিট : ২২ শে নভেম্বর, ২০২৫ বিকাল ৩:২০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


