লড়াই করে বড়াই করে হামপেয়াদা গবরাকানা
এমন জাতের রাজনীতিক-ই এদেশে ভাই চৌদ্দআনা।
নিজেকে সে জাহির করে সাচ্চা এবং ঈমানদার
দাঁড়িপাল্লায় তুলেও দেখায় বাজার জুড়ে কী মান তার।
ভোটে জিতেই ভাবটা দেখায় দেশটা যে তার আঁচল বাঁধা
ভোট যে দিল আমজনতা তাকেও ভাবে আস্ত গাধা।
অদল বদল পানসে বদল বদলালো সব সিন্ডিকেট
ক-এর বদল খ-ই হলো বদলে যাওয়ার ইন্ডিকেট।
আমজনতা ঠাঁয় দাঁড়িয়ে, বদলালো না আনাজপাতি
রাজার কোষের টাকায় আজো চলছে দেখি চড়ুইভাতি।
আমজনতা চুপ দাঁড়িয়ে, কেউবা বলে- আঙ্গুল চোষে
কেউবা বলে, না না ওরা বুকের মধ্যে ক্ষোভটা পোষে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




