কাল সারা রাত আমি অপেক্ষায় ছিলাম,
অপেক্ষার প্রহর গুনে দিন কাটালাম,
সাঁজের বেলায় তাকিয়ে ছিলাম,
তোমার দেখা নাহি পেলাম।
কতটা বোকা দেখ এই আমি,
ভুলেই গেছি তুমিতো আজ আমার নেই।
তোমার কথা ভেবে, নীরবে অশ্রুঝেরে,
পুরোনি দিনের ছবি আর ডায়রীর সাথে রাত কাটাই।
জানিনা তোমার মত পারবো কিনা
নতুন কাউকে আপন করে নিতে,
হয়তো এভাবেই কাটিয়ে দেব,
চেষ্টা করবো সব কিছু ভুলে যেতে।
বারবার নিজে শপথ করি
ঠিক এমনটাই,
বড় বেশি মনে পড়ছে তোমাকে
ইচ্ছে করছে আবার সেই দিনগুলো ফিরে যাই।
জানি এও সম্ভব নয়, রাত কাটাই একা,
তুমি আজ অনেক দূরে
আমাকে ছেড়ে, পর করে।
মোবাইল ফোনটা হাতে নিয়ে,
তোমাকে ডায়াল করি,
জানিনা তোমার নম্বর
নিজের ভেতর কি যেন খুঁজে ফিরি।
সিগারেটের ধোঁয়াকে জিজ্ঞেস করি, কেমনে ভুলিবো তারে,
জবাবে আসে মরন কাশি, আর বুক ভরা যন্ত্রণা
এভাবেই রাত কেটে যায়, তবু ভুলিনা তোমায়,
পারবো না, আমি সত্যি পারলাম না।
শত ক্ষমা চাইলেও, জানি তুমি ফিরবে না
স্বপ্নগুলো এলোমেলো, তুমি তা জানবেও না।
একা এই আমি, আজ বড় বেশী একা
রজনী পোহালো তবু পেলামনা তোমার দেখা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




