হায়রে আমার দেশ!
বার বার হায়নার থাবায় হতে হয় তোমাকে মেধাশুন্য, মেরুদন্ডটা খাড়া করে দাঁড়াতে গেলেই তোমাকে মুখোমুখি হতে হয় এমন অপূরণীয় ক্ষতির।
অনেকদিন ব্লগে ঠিক মত আসা হয়না। সত্যি কথা বলতে গেলে আগের মত ব্লগে দেবার মত সময়টুকু আর পাইনা। কিন্তু দেশের সকল ক্লান্তি লগ্নে যেকোন আপডেটেড তথ্য পাবার জন্য ব্লগে চোখ রাখি ঠিকই।
যাই হোক, আসি মূল কথায়। আমি জানিনা, কিংবা আমার ছোট মাথায় ধরেনা, এমন অনেক কিছু ঘটে যায় আমার এই ছোট্ট দেশটিতে। এখন আমার এখানে স্থানীয় সময়, রাত ৩:৫৯। সারারাত বেশ আড্ডা হলো বিভিন্ন দেশে থাকা কিছু বাংলাদেশীর সাথে।
আজ আড্ডার মুল বিষয় ছিল, আমাদের দেশের কি কোন ভাল ভবিষ্যত নেই। নিজেকে প্রশ্ন করেও এর সঠিক উত্তর আমি পাইনা। তারপরও নিজের দেশ বলে বার বার আশায় বুক বাঁধি। কেউ কেউ বলে, এই দুই মহিলা না মরা পর্যন্ত নাকি দেশের কিছু হবে না। কেউ কেউ বলে এই জেনারেশন না থাকা পর্যন্ত কিছুই হবে না। কেউ কেউ যুক্তি দেখায় নতুন কোন দল আসতে হবে। কিন্তু তাদের বেশির ভাগ মানুষকে আমি প্রশ্ন করি, "ভাই আপনি কি রাজনীতি করতে ইচ্ছুক?"
তাদের অধিকাংশের উত্তর একটাই। তা হলো "না"। আমি নিজেকেও মাঝে মাঝে তাদের দলেই নিজেকে খুঁজে পাই। আবার মাঝে মাঝে মনে হয় আমি যদি রাজনীতি করতে না-ই চাই তাহলে দেশের এমন অবস্থার পরিবর্তন চাওয়ার অধিকার কি আমার আছে? রাজনীতিবিদদের গালি দেবার কতটুকু অধিকার আমি রাখি? হ্যাঁ আমি জানি অনেকেই বলবেন, সাধারণ নাগরিক হিসেবে এই পরিবর্তনটা চাইতেই পারেন। আমিও দ্বিমত পোষণ করছিনা। তাহলে পরিবর্তনের দায়িত্বটা নেবে কে? দেশটাতো আমাদেরই, বাহির থেকে অন্য কেউ এসে কিংবা কোন গায়েবি কিছু এসেতো আর এই দেশটার চেহারা একদিনে পাল্টে দিবে না।
অন্তত যারা দেশটাকে নিয়ে ভাবি তাদেরকেই দায়িত্বটা নিতে হবে, প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে। আপনার আমার মত শিক্ষিত মানুষগুলোকেই আসতে হবে রাজনীতিতে। সম্পৃক্ত হতে হবে দেশ গড়ার কাজে। জানি তা একদিনে সম্ভব নয়, তা হবে ধীরে ধীরে। কিন্তু আমাদেরকে এগিয়ে আসতেই হবে। নতুবা আসলেই কোন ভাল ভবিষ্যত নেই এই দেশটার।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




