ব্যক্তিগত (ঐচ্ছিক)

প্রথম প্রশ্ন: যেহেতু তুমি গান ভালোবাসো খুব খুব তাই গানে গানে জিগাসিনু- "তোমার বাস কোথা হে পথিক ওগো দেশে কি বিদেশে?"আর স্বদেশে হলে সেটা কোন অঞ্চল আর বিদেশ হলে আমি জানি তবে অন্যদেরকে জানাও।



দ্বিতীয় প্রশ্ন: তুমি কোন বিষয়ে পড়ালেখা করেছো? আর জব করছো কোথায়? এটার জবাবও গানে গানে বা কবিতায় দিতে পারো কিন্তু ....

তৃতীয় প্রশ্ন: তোমার ছেলেবেলার এক মজার স্মৃতি ......১ থেকে ১০ বছরের মাঝে কিছু কি মনে পড়ে যেটা মনে পড়লেই তোমার অনেক হাসি পায়। আমাদেরকে সেটাই জানাও প্লিজ....ছেলেবেলার কথা
চতুর্থ প্রশ্ন: তোমার পরিবার তোমার কাছে কতটা ভালোবাসার বা পরিবার সম্পর্কে ৩টা লাইন হলেও বলো।
পঞ্চম প্রশ্ন: এই জীবনে যতগুলো বছর পার করলে, কোন কাজটা করে সবচাইতে সুখী হয়েছো। একটা নয়তো দুইটা কিংবা তিনটাও বলতে পারো। (প্রেম একবারই এসেছিলো জীবনে বিষয়ে বললে বেশি ভালো হয়।

ব্লগ বিষয়ক- ইহাও ঐচ্ছিক
ষষ্ঠ প্রশ্ন: কি করে সন্ধান পেয়েছিলে এই ব্লগের? আর কার লেখা পড়ে আগ্রহী হয়েছিলে ব্লগ পড়তে?
সপ্তম প্রশ্ন: ব্লগে আমরা কিছু নেশাড়ু আছি। তুমিও তাদের একজন। এই প্রশ্নও আমি গানে গানে করিবোক। তুমি চাইলে গানে গানেই উত্তর দিতে পারো।
নেশা লাগিলোরে, বাঁকা দুই নয়নে ব্লগের নেশা লাগিলোরে? নেশা লাগিলোরে, বাঁকা দুই নয়নে ব্লগের নেশা লাগিলোরে?এই নেশা কি করিয়া তোমার মনে জাগিলো রে???
অষ্টম প্রশ্ন: ব্লগে তুমি কি চাও মানে লেখকেরা কি লিখুক আর পাঠকেরা কি পড়ুক? আর কি বা করুক? মানে কি আশা তোমার ব্লগের কাছে? এই যে গানে গানে প্যারোডি করে যদি জিগাসি তোমায়- বড় আশা করে এসেছো গো ব্লগে, কি তুমি চাও?
নবম প্রশ্ন: ব্লগে শুধুই সিরিয়াস থাকতে হবে এমন বিশ্বাসে বিশ্বাসী নহি আমরা কেউ কেউ কিন্তু যারা সিরিয়াস আর পণ্ডিতিতে ব্লগখানা ভরা রাখিতে চায়, দেখিতে চায় এবং ব্লগে শুধুই সেই সব পণ্ডিতি করিয়া বাঁচিতে চায় তাদের উদ্দেশ্যে তোমার বাণী কি?
দশম প্রশ্ন: সর্ব সাধারণের জন্য কিছু কি বলার আছে তোমার? গানে গানে জানিতে চাই- তোমার বলার কি কিছু ছিলো না তোমার বলার কি কিছু ছিলো না?
সবশেষে ২টি সিরিয়াস প্রশ্ন:
১। তোমার মাঝে একটা জিনিস দেখেছি অকপটতা। নিজে যা বিশ্বাস করো, যা ভাবো, যা বুঝো তাই অকপটে স্মীকার করে ফেলো। নিজের মতে চলো এবং তাতে কে কি বলছে বা ভাবছে এসব নিয়ে ভাবো না। এটা অবশ্যই ভালো গুণ তবে এই কারণে কি তুমি ঝামেলায় পড়তে পারো বা পড়েছোও যা আমি খেয়াল করেছি, দেখেছিও। এই ব্যপারে তোমার মতামত কি? প্রশ্নটা কঠিন মানে আমি উত্তর দিতে গেলে একটু ভাবনায় পড়তাম, পিছলানোর টেরাই করতাম বা পেঁচাপেচি করতাম কিন্তু তুমি অকপট তাই সেটা হয়ত করবে না। তবে এই প্রশ্নের উত্তরও ঐচ্ছিক।

২। মিররমনি, এই ব্লগে কেউ আমরা কাউকে চিনিনা তবুও এক অদৃশ্য সূতার বন্ধনে বাঁধা পড়ি। যেই বন্ধন খুব সহজেই ছিড়েও যায় কারণ সম্পূর্ণ ব্যাপারটাই আমাদের মস্তিস্কপ্রসূত ধারনার উপরে গড়িয়ে চলে। কারো সম্পর্কে কারোর বাস্তব ধারনা না থাকায় অনেক ভুল বুঝাবুঝিও হয়ে পড়া খুব সহজ ও স্বাভাবিক। যাইহোক এই যে সেদিন বলছিলে কারো অপ্রিয় মানুষের পোস্টে কমেন্ট করায় তোমার প্রিয় মানুষ রাগ করেছে আবার সেই অপ্রিয় মানুষও রাগ করেছে। ব্লগে এই হাস্যকর ছেলেমানুষী ট্রেন্ড বহুবছর ধরে চলে আসছে। এই বিষয়ে কিছু কি বলার আছে? এই প্রশ্নোত্তরও ঐচ্ছিক!!!

এই আমার সব মিলিয়ে এক ডজন প্রশ্ন। অপুভাইয়ার ইন্টারভিউ দেখে দেখে আমার মনে হলো ব্লগে দুইজন মানুষের সাথে আমার একটু আড্ডা বাড্ডা বা কথোপকথন হওয়া দরকার। একজন মিররমনি আরেকজন কে সেটা কিছুদিন পরেই বুঝা যাবে। মিররমনি তার ইমেইল অপুভাইয়ুকে দেবে বলে মনে হচ্ছে না তাই আমি নিজেই এই খোলা চিঠির মত খোলা ইন্টারভিউ তথা আড্ডা তথা কথোপকথন টেরাই করলাম। একটা জবাবও মিররমনি না দিতে চাইলে দেবে না। কোনো সমস্যা নেই।
তবে তার আগেই আরও যারা যারা যা যা জিগাসা করতে চায় জিগাসা করে ফেলো। আমি দরকারে সেসব প্রশ্নও এড করে দেবো। আর মিররমনি উত্তর দিলেই উত্তরগুলো এড হবে এই পোস্টে!




একলব্যভাইয়ু রেডি হও......

সর্বশেষ এডিট : ০৭ ই জুন, ২০২৪ বিকাল ৫:১৬