তুই
বাস যার মনের চিলেকোঠায়
তুই
আমার স্বপ্ন যতদূর যায়
তুই
তাকিয়ে দেখি আকাশ অসীম সীমানায়
তুই
দুজনের চাওয়া তবু যা না পাই
তুই
মন খারাপ করা অদ্ভুত সুর ও লয়
তোর মুখখানি কত স্বপ্নমাখা তুই কি সেটা জানিস
শিশির ভেজা চোখদুটি তোর তুই কি সেটা মানিস
নতুন পাতার গন্ধ মাখা কেশের মাঝে জ্যামিতি আঁকা
সোঁদা মাটির গন্ধ শোঁকা তোর মাঝেই ডুবে থাকা
এমন করেই কুয়াশা মেখে দিনগুলো কেমন যায় চলে
তোর হাসির সাথেই রোদ নামে দৃষ্টির সাথে বৃষ্টি
এমন করেই হঠাৎ এসে বলবো দেখিস
তোর হাসিটা খুব মিষ্টি
তুই
বাস যার মনের চিলেকোঠায়
তুই
আমার স্বপ্ন যতদূর যায়
তুই
তাকিয়ে দেখি আকাশ অসীম সীমানায়
তুই
দুজনের চাওয়া তবু যা না পাই
তুই
মন খারাপ করা অদ্ভুত সুর ও লয়

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




