খড়কুটো কিছু ছিলো আমার অতীতে, বানাতে চেয়েছিলাম একটা ঘর
আধুনিক ডুপ্লেক্স এর যে ইট,কাঠ তাতেতো আগ্রহ ছিলোনা কোনকালে
কুয়াশা দিয়েই ভেবেছিলাম ঘরের পর্দা, দেয়াল হবে চিরচেনা বন্ধুবৃক্ষ
সূর্যইতো আমার পাওয়ার সেভিং বাল্ব, এ নিয়ে ছিলোনা কোন দ্বিধা
তবু কেন ইদানিং, মন হয় উচাটন
ভোগের মাকড়সার জাল
একটু একটু করে গুটিয়ে এনে
আমায় কখন খাদ্যপণ্য বানিয়ে ফেলেছে- টেরও পাইনি।
কি দূর্বিসহ তোমার মত জীবন আমার......

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




