রোদ এসে ফিরে যায়, তোর চোখ বন্ধ
বাতাসটাও কেমন ছন্দমাখা
সবুজ পাতার গন্ধ
সমুদ্র পাড় তোর দুপায়ের অপেক্ষায়
স্বপ্ন মেখে লোনা গন্ধ দূর সীমানায়
অবসাদ গায়ে মেখে দ্যাখ
আমি কেমন দিন কাটাই
তুই কেমন যাস সরে সরে
আমার কাছ থেকে দূরে দূরে
নীল আকাশে মেঘের ভেলা ঝরে
মাঝে মাঝে আমার দুচোখ ভরে
তুষার হয়ে অঝোরে বিষাদ পড়ে
এসব নিয়েই বেঁচে থাকা, নতুন করে স্বপ্ন দ্যাখা
গাছের ডালে নতুন পাতা,আবার বলা পুরনো কথা
আনন্দটাকে জাপটে ধরা,প্রেমময় কষ্ট মাখা।
এসব নিয়েই বেঁচে থাকা, নতুন করে স্বপ্ন দ্যাখা
রোদ এসে ফিরে যায়, তোর চোখ বন্ধ
বাতাসটাও কেমন ছন্দমাখা
সবুজ পাতার গন্ধ
সমুদ্র পাড় তোর দুপায়ের অপেক্ষায়
স্বপ্ন মেখে লোনা গন্ধ দূর সীমানায়

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




