দুজনের সম্মিলন : দুটি মুখ আর দুটি চোখ
আর যখন তুমি কাছে আসো, তোমার নয়ন পাল্টে যেন
সেথায় বসে আমার চোখ
আর আমার নয়ন পাল্টে দিয়ে সেথায় দিও তোমার চোখ
তখন আমি তোমায় দেখবো তোমার চোখে
আর তুমি আমায় দেখবে আমার চোখে।
তাই যদিও সাধারণেই নৈশব্দতা আর আমাদের দেখা
রয়ে যায় এক যোগসূত্রহীন চেয়ে থাকা
এক অনির্ধারিত স্থানে, এক অনির্ধারিত সময়ে
এই অনির্ধারিত শব্দ কোন এক অনির্ধারিত জনে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




