কাদতে চাই পারি না..........
যখন দেখি ভাল ভাল ছেলেগুলো দেশে টিকতে না পেরে বিদেশে পারি জমায়
যখন দেখি ধর্ষকেরা নিবিষ্নে গা ফুলিয়ে প্রশাসনের সামনে দিয়ে ধর্ষিতার বাবামাকে ভয় দেখায়
যখন দেখি পশ্চিমা কালচারের খারাপ দিকগুলো সহজেই আ্যাডাপ্ট করছি কিন্তু ভাল দিকগুলো হেলেয় হারায়
যখন দেখি ক্যাম্পাসে খোলা আকাশের নিচে যুগল বন্দী তরুণ তরুণী আপত্তিকর ভঙ্গিমায়
যখন শুনি জাবি'র তরুনী ফ্যানের সাথে ঝুলে অথবা ঝুলায়
যখন দেখি বারাক ওবামা আফগানিস্থানে সৈন্য পাঠায়
যখন দেখি ফিলিস্থিনে মানবতার চরম বিপর্যয়
যখন দেখি বুড়িগঙ্গা অবাধে দখল হয়, নীতি নির্ধারকেরা চরম নিরব রয়
যখন দেখি পদ্মাগড়াই এর বুক ধু ধু বালিকাময়, আর আমাদের অভিভাবকেরা টিপাইমুখের লাভের মুলা ঝুলায়
আমি কাদতে চাই পারি না... কারণ......এ আমার চরম অক্ষমতায় কান্নাও আটকে যায়।
সর্বশেষ এডিট : ০৩ রা অক্টোবর, ২০১০ সকাল ১০:৫১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




