একটি ঘটনা আমাকে ভীষণ নাড়া দিয়েছে যা অনেক দিন যাবত ব্লগে শেয়ার করব ভাবছি কিন্তু সময় অভাবে পারছিলাম না ।আজ একটু সময় পেয়েছি তাই ভাবলাম লিখি।
দিনটি ছিল ৩০শে সেপ্টেম্বর ২০১০। ইনকাম ট্যাক্স জমা দিবার শেষ দিন ( বর্ধিত হওয়ার আগে)।আমি আয়কর মেলায় গেছি রিটার্ণ জমা দিতে। কাউন্টাবে ব্যাপক ভীড়। ঐদিন কেউ ভীড় ঠেলে গেলাম বুথের কাছে। দাড়িয়ে আছি কখন আমার পালা। পাশের কাউন্টারে এক ভদ্রলোক (নাকি অভদ্র আপনারাই যাচাই করুন, পোষাকে অবশ্য ভদ্রই ছিল) ১০০ টাকার ১০ টি নোটে ১০০০ টাকা কর দিচ্ছেন। তার ঠিক পিছনের ভদ্রলোক একটি ৫০০ টাকার নোট দিয়ে ১ম ভদ্রলোককে ভাংগিয়ে দিতে অনুরোধ করলেন।১ম ভদ্রলোক নোটটি নিয়ে উল্টা পাল্টা করে দেখলেন জাল কিনা। দেখে বললেন য়ে, না দিব না। নোটটি ফেরত দিয়ে দিলেন।পুরো ঘটনাই কিন্তু ব্যাংক কাউন্টারের একেবারে নিকটে ঘটছে। ২য় ভদ্রলোক অনুনয় করে বললেন ভাই আমি তো আপনার ঠিক পিছনে আছি যদি ব্যাংক না নেয় আমি তো পালিয়ে যাচ্ছি না।দয়া করে ভাংগিয়ে দিন। আপনি তো এখনই টাকাটা দিয়ে দিচ্ছেন এবং আমার সামনে।১ম ভদ্রলোকের সাফ জবাব "না"। ইতিমধ্যে ১ম ভদ্রলোকের টাকা জমা দিবার পালা আসায় তিনি ১০০ টাকার ১০ টি নোটে ১০০০ টাকা জমা দিলেন। ব্যাংক কাউন্টারের ভদ্রলোক টাকাটা নিয়ে ২য় ভদ্রলোককে বললেন আপনার ৫০০ টাকার নোটটি দিন।উনি টাকাটা ভাংগিয়ে দিলেন।
ঘটনাটি খুবই ছোট এবং সাধারণ, অনেকের কাছে ফালতু মনে হতে পারে কিন্তু আমার মনে ভীষণ দাগ দিয়ে যায়, বেদনাদায়ক মনে হয়। তাই অন্যদের সাথে শেয়ার না করে পারছিলাম না, মনের মধ্যে খচখচ করতেছিল, এতদিন পরে তাই ব্লগে লিখলাম ।
পুনশ্চ: আমি ১ম ভদ্রলোককেও খুব বেশি দোষ দিতে পারি না কারন উনি হয়ত এর আগেই একবার উপকার করতে গিয়ে বিপদে পবেছেন। তাই উনি সতর্ক্ কিন্তু ব্যাংক কাউন্টারের সামনে যেখানে উনি টাকাটা দিয়েই দিচ্ছে সেখানেও এত সতর্কতা কেন? কারন আমরা জাতি হিসেবে পচে গেছি।
সর্বশেষ এডিট : ২১ শে অক্টোবর, ২০১০ রাত ৯:৫৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




