বাপেক্স একমাত্র দেশী পেট্রলিয়াম অনুসন্ধানকারী প্রতিষ্ঠান। সুনামগঞ্জ-নেত্রকোনা এলাকায় একটি বড় গ্যাস ক্ষেত্র আবিস্কার করেছে, যা এযাবত কালের সবচেয়ে বড়। বাপেক্স গ্যাস উত্তোলনের জন্য অধিকতর জরিপ কাজ করতে জমি কেনার চেষ্টা করছে। তাতে সফল হবে কিনা কে জানে? এর মধ্যে হয়ত কোন বিদেশী কোম্পানী জরিপ কবে নিজেদের আবিষ্কার বলে জাহির করবে।সরকারের উচিত হবে বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখে দ্রুত পদক্ষেপ নেয়া যাতে আবিস্কৃত গ্যাস ক্ষেত্রটি দেশের প্রতিষ্ঠানের হাতে থাকে।
আমি অবাক হয়ে বিষয়টি লক্ষ্য করলাম যে, বাপেক্স আবিস্কৃত গ্যাস রিজার্ভ নিয়ে মিডিয়াতে তেমন কোন ফলোআপ নিউজ নেই। দেশের বিদ্যমান তীব্র গ্যাস সংকটের মধ্যে এ ধরণের একটি খবর যেমন গুরুত্ব পাওয়ার কথা তেমন গুরুত্বও পায়নি পত্র পত্রিকায়। আমাদের মহামান্য প্রথম আলো এ বিষয়ে ২৬শে সেপ্টেম্বর কোন নিউজ দেয়নি। যা ডি ডেইলি স্টারে প্রকাশ পায়।
Huge gasfield traced
আমি খুবই অবাক আমার খুব দেখতে ইচ্ছে করে এই আবিস্কারটি কোন বিদেশী কোম্পানী করলে প্রথম আলোর মত তল্পিবাহক মিডিয়ারা কেমন লাফায়?
সর্বশেষ দেশের বিদ্যমান গ্যাস সংকট মোকাবেলায় বর্তমান সরকার বাপেক্সকে সর্বপ্রকার সহযোগিতা করবে। আশু ব্যবস্থা নিবে যাতে করে দেশীয় কোম্পানীর স্বার্থ বক্ষা হয়। একই সাথে আবার আমাদের স্বদেশী আন্দোলনে নামতে হবে। বাপেক্সকে শক্তিশালী করার মাধ্যমে সে পথে আমাদের অগ্রযাত্রা শুরু হোক।
সর্বশেষ এডিট : ২৪ শে অক্টোবর, ২০১০ সকাল ১০:৪৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




