অনেকটা অপরাধবোধ থেকে লিখতে বসলাম।যদিও এই পাপের কোন ক্ষমা আছে কিনা জানা নেই,শেষ কি হবে জানি নাহ আমার এই পাপের ফল।আমাকে তার কষ্ট পাওয়ার মূল্য কি ভাবে দিতে হবে জানি নাহ। এটা ছিল কোন কোন এক শুভ্র মেয়ের না পাওয়ার কাহিনী। আমি হলাম সেই মানুষ যাকে সে চেয়েছিল। অতিত এ যাওয়া ঠিক হবে না,আসলে সে এখনও আমাকেই চাই।
মেয়েটির সাথে আমার পরিচয় একটা পার্ট- টাইম অফিস এ।আমার তাকে খুব এ ভাল লাগত।তবে আমার অনেককেই ভাল লাগত। তাই এটা আমার জন্যে নতুন কিছু নাহ। তবে আমি মাঝে মাঝে টার দিকে তাকালে হারিয়ে যেতাম। অদ্ভুত এক ভূত আমার ঊপোড় ভড় করত। তবে অনেকেই ছিল যাদের দেখলে আমার এমন হতো। যদিও আমি কোন মেয়েকে আসলেই ভালবাসতে পাড়বো কিনা নিশ্চিত ছিলাম নাহ তাই ভালোবাসার চেষ্টাও করতাম নাহ ।আমার আসলে কাওকে কষ্ট দেয়ার কোন ইচছে ছিল নাহ। তবে আমার কিছু কাজে মনে হয় মেয়েটি ভেবেছিলো যে আমি টাকে পছন্দ করি ।টার সাথে আমি রেগুলার কথা বলতাম তবে সব এ কাজের কথা,আমাদের পার্ট-টাইম কাজের বেপারে।আর সে খুব ভাল মেয়ে হওয়াই আমি কখনই চাইতাম নাহ আমাদের ভেতর কোন সম্পর্ক হোক কারণ আমি সম্পর্ক কত দূর নিতে পারব জানতাম নাহ।
এক দিন সকালে সে হটাৎ আমাকে ফোন দিয়ে বলল যে আমার বাসায় একটু পর আসবে।আমি বললাম হটাৎ আমার বাসায় যে?সে বলল কাজ আছে।সে আসলে,আমি তাকে বাসার নিয়ে যেতে চাইলাম কিন্তু সে বলল বাইরে কোথাও বসার কথা।আমার বাসার পাশেই একটা ফাঁকা বিল এবং বালু প্রান্তর আছে।আমি তাকে সে খানে নিয়ে গেলাম।সে অনেক্ষন আমার বেপারে কথা বলল,আমি কাওকে ভালবাসি কিনা জানল।তার কথাও বলল। শেষে সে আমার কাছে পরামর্শ চাইল যে সে একজন কে ভালবাসে এবং আজ তা বলতে চাই। কিন্তু কিভাবে বলবে? আমি বললাম আমি জানি নাহ কারণ তত খনে আমি বুঝে গেছি যে সে আসলে আমাকেই কথাটা বলতে চায়।শেষে সে বলল যে তার একটা প্লান আছে। তা হল I LOVE U তে যেহেতু ৬ টা অক্ষর আছে সেহেতু সে ৬ টি গোলাপ দিয়ে তার ভালবাসার কথা জানাবে।আমি বললাম ok. তাকে বাস এ তুলে দিতে গেলাম।রিচকশা তে করে বাস স্ট্যান্ড এ জাওয়ার পথে রিচকশা থামিয়ে সে ৬ টি গোলাপ কিনল। পরবর্তীতে সে যখন BUS ঊঠোল তখন আমার হাতে ফুলের টোরা টা দিয়ে বলল –এটা তোমার জন্যে। আমি কিছু বোঝার আগেই BUS ছেড়ে দিলো। আমি অবাক হয়ে কিছুক্ষণ দাড়িয়ে থাকলাম!
পরবর্তীটে তাকে ২ দিন আর ফোনে পাইনি। শেষে যখন পেলাম তখন ফোনে এ এবং সরাসরি অনেক বোঝালাম যে আমি আসলে কেমন।এটা সম্ভব নাহ। FUTURE খুব এ INSECURE.কিন্তু সে আমার কথা শুনল নাহ। আমার মনে হোলো একে না বললেও কষ্ট পাবে আবার হা বললেও ২ দিন পরে BREAK UP হলেও কষ্ট পাবে। তার উপর আমার কিছু ভাই বলল হা বলতে।ADJUST না হলে পরে BREAK UP করতে। আমার অজান্তেই তাই তার সাথে ভালবাসাবাসি শুরু হয়ে গেল।আমি ভেবেছিলাম যেহেতু মেয়েটি খুব কষ্ট পাবে তাই দেখি যদি ওকে ভালবেসে ফেলতে পারি তাহলেতো সব কিছুর সমাধান হয়েই যাবে......।আমিতো নিচের লেখা আমার কবিতার মত------
ইচ্ছে করে মুক্ত হব,মুক্ত পথের সঙ্গি হব।
আসেপাশের বাধন ভেঙ্গে,ইচ্ছেমত মন হারাব।
পারবেনা কেও আমায় ছুতে,ছাই হয়ে হারিয়ে যাব।
মুক্ত পাখি মুক্ত আখি,মুক্ত পথের মুক্ত সাথি।
বাচব আমি আমার মত,মরব আমি ইচ্ছেমত......
আত্তার কথায় অবিরত..................
কিন্তু না,এটা যে আমি!it’s impossible actually for me to make a relationship. So এক মাস পরে আমি তাকে বলেই দিলাম যে it’s not working actually.আমি তোমাকে ভালবাসতে পারছি নাহ। তুমি খুব ভাল একটা মেয়ে,তাই আমি তোমাকে ঠকাতে চাই নাহ।সে খুব এ কষ্ট পেল এবং আমাকে রেখে রিচকশা করে চলে গেল । আমি একা একা অনেক ক্ষণ বসে রইলাম আর ভাবলাম এটা কি আমি ঠিক করলাম?কিন্তু কোন answer পাই নাই।তবে আমি তাকে কোন ভাবেই use করি নি।may be mentally করেছি?
আজও সে এই আশাই বসে আছে যে আমি ফিরে যাব তার কাছে।আমাকে মাঝে মাঝে phone দেই। আমিও দেই তবে খুব কম। মাঝে মাঝে দেখা করতে বলে,আমি নানা উছিলায় যাই নাহ।তার ফোন আসলেই আমার নিজেকে খুব অপরাধি মনে হই। কিন্তু যোর করে কাওকে সহানুভুতি দেখিয়ে কি ভালবাসা উচিত? কাজটা কি ঠিক হবে?তাকে অনেক বলেছি কিন্তু কোন লাভ হই নি।
MY FAVORITE MUSICIAL TAHSAN –এর একটা গান এর মত হয়ে গেছে আমাদের দুজনার-----‘ যত দূরে যাই সরে
জানি ততোই চাও মোরে!’
আমি আজ ও সেই অপরাধে অপরাধী ভাবি নিজেকে। সে নিশ্চয়ই আমার কিছু ATTITUADE দেখে ভেবেছিল আমি টাকে LIKE করি। কিন্তু কি করে বোঝাই যে আমি তোমার যোগ্য নই। আমি এখনও serious হতে পারি নি ভালবাসার বেপারে।আবার এটাও সত্যি যে আমি playboy গিরি ও কার সাথে করি নি জীবনে। যা হাল্কাপাতলা পাগলামি করেছি টা কি এই বয়সে খুব এ সভাবিক না?তবে কেন তুমি স্বাভাবিক হতে পার নাহ?আমাকে এ কোন game-এ জরালে?আমার পক্ষে তোমাকে ভালবাসাও সম্ভব নাহ আবার তোমাই হতে মুক্ত হয়াও অসম্ভব.........।।
আলোচিত ব্লগ
=আকাশে তাকিয়ে ডাকি আল্লাহকে=

জীবনে দুঃখ... আসলে নেমে
শান্তি গেলে থেমে;
আমি বারান্দায় দাঁড়িয়ে হই উর্ধ্বমুখী,
আল্লাহকে বলি সব খুলে, কমে যায় কষ্টের ঝুঁকি।
আমি আল্লাহকে বলি আকাশে চেয়ে,
জীবন নাজেহাল প্রভু দুনিয়ায় কিঞ্চিত কষ্ট পেয়ে;
দূর করে দাও সব... ...বাকিটুকু পড়ুন
"ছাত্র-জনতার বেপ্লবের" ১৮ মাস পরে, আপনার ভাবনাচিন্তা ঠিক আগের মতোই আছে?

২০২৪ সালের পহেলা জুলাই "ছাত্র-জনতার বেপ্লব শুরু হয়, "৩৬শে জুলাই" উহা বাংলাদেশে "নতুন বাংলাদেশ" আনে; তখন আপনি ইহাকে ব্যাখ্যা করেছেন, ইহার উপর পোষ্ট লিখেছেন, কমেন্ট করেছেন; আপনার... ...বাকিটুকু পড়ুন
আমাদের হাদিকে গুলি করা, আর আওয়ামী শুয়োরদের উল্লাস। আমাদের ভুল কোথায়?


৩০ জনের একটা হিটলিস্ট দেখলাম। সেখানে আমার ও আমার স্নেহের-পরিচিত অনেকের নাম আছে। খুব বিশ্বাস করেছি তা না, আবার খুব অবিশ্বাস করারও সুযোগ নাই। এটাই আমার প্রথম... ...বাকিটুকু পড়ুন
এ যুগের বুদ্ধিজীবীরা !

ডিসেম্বর মাসের চৌদ্দ তারিখ বাংলাদেশে বুদ্ধিজীবী দিবস পালন করা হয়। পাকিস্তান মিলিটারী ও তাদের সহযোগীরা মিলে ঘর থেকে ডেকে নিয়ে হত্যা করেন লেখক, ডাক্তার, চিকিৎসক সহ নানান পেশার বাংলাদেশপন্থী বুদ্ধিজীবীদের!... ...বাকিটুকু পড়ুন
টাঙ্গাইল শাড়িঃ অবশেষে মিললো ইউনস্কর স্বীকৃতি

চারিদিকে যে পরিমান দুঃসংবাদ ছড়িয়ে ছিটিয়ে আছে এর মধ্যে নতুন এক গৌরবময় অধ্যায়ের সূচনা হলো বাংলাদেশের টাঙ্গাইলের তাতের শাড়ি এর জন্য, ইউনেস্কো এই প্রাচীন হ্যান্ডলুম বুননের শিল্পকে Intangible Cultural... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।