বিয়ের সূত্রে তিনি সে দেশের নাগরিক হন ।স্বাভাবিক নিয়মে পরিবার পরিজন নিয়ে বসবাস করতে থাকেন । সন্তানাদি জন্ম নেয় তার ঘরে । দীর্ঘ দিনের শূন্যতায় নাড়ীর টানে দেশে ফেরার তারা অনুভব করেন কনা উল্লা । দেশে ফেরেন বটে, কিন্তু কোন এক অজানা কারনে তিনি তাহার বিবাহিত স্ত্রী-কে নিয়ে ফিরে আসতে পারেননি তবে সময়ের অনিবার্যতায় ওই পরিবারেরই শালিকা সম্পর্কীয় নিকটত্মীয়াকে ফের বিয়ে করে দেশে ফেরে আসেন । তখন ১৯৪৯ সাল , মাত্র ১০ বছরের ব্যবধানে দেশে ফেরার পর রীতিনীতি অনুযায়ী ফের সংসার শুরু করেন দেশে ।এক পর্যায়ে ২য় সংসারেও সন্তানাদি জন্ম লাভ করে কনা উল্লাহ সংসারে ।
প্রথম পক্ষের স্ত্রী-সন্তানাদি রেখে আসলেও কনা উল্লাহ র্দীঘদিন ধরে যোগাযোগ রাখতে পারেননি । তখনকার যোগাযোগ ব্যবস্তা এখনকার মত উন্নত ছিলনা । সময়ের ফেরে কনা উল্লাহ-র যোগাযোগ বিচ্ছিন্ন্ হয় পড়ে প্রথম পরিবারের সাথে ।এই অবস্তানে ছিল কনা উল্লাহ-র দুটি পরিবার দুই প্রান্তে । ইতিমধ্যে সংযোগ হয় নূতন অধ্যায়রের । কুমিল্লা জেলার দাউদ কান্দির অধিবাসী মিজানুর রহমান ওরফ জুবায়ের উচ্চ-শিক্ষিত এক যুবকের র্কমপোলক্ষে মালয়েশিয়ায় কাকতলীয়ভাবে পরিচয় ঘটে এই বাংলাদেশী বংশোদ্ভুত সিলেটি এই মালয়েশিয়ান পরিবারের সাথে ১৯৮৯ সালে । এক পর্যায়ে প্রবাসী মিজানুর রহমান বিয়ে করেন কনা উল্লাহ-র নাতনী-কে ।
কনা উল্লাহ আবার আলোচনার কেন্দ্র-বিন্দুতে আসেন পরিবারটিতে ।র্পূব-পুরুষের আদি-অন্ত জানার কৌতুহল জেগে উঠে বারে বার ।কিন্তু কেউ জানেনা সিলেটের কোন গ্রামে কনা উল্রাহ-র বসত বাড়ি । তারা জানেনা কনা উল্লাহ স্বস্ত্রীক জীবিত আছেন কিনা । কনা উল্লাহ-র সন্তান-সন্ততিরা আজও শেকড়ের সন্ধানে প্রতীক্ষার প্রহর গুনছেন । আর কল্পিত পিতৃ-পুরুষের আবাস-স্তলে আসার স্বপ্ন দেখেন ।
কনা উল্লাহ-র উওরাধিকারীরা মালয়েশিয়ায় রাজধানী কুয়ালাম-পুরে স্হায়ী ভাবে বসবাস করছেন ।সেখান তারা স্ব-স্ব ক্ষেত্রে সু-প্রতিষ্টিত । তারা কনা উল্লাহ-র প্রকৃত ঠিকানা পেলে দেশে এসে কনা উল্লাহ-র স্মৃতি রক্ষার্থে সম্ভাব্য সব ধরনের চেষ্টা করবেন এবং পাশাপাশি দেশে বসবাসরত বংশধরদের সাহায্য- সহযোগিতা করার দৃঢ় প্রত্যাশা লালন ও পোষন করছেন ।
( যদি কোন কেহ কনা-উল্লাহ-র প্রকৃত তথ্য- ঠিকানা দিতে পারেন, তাহলে অনুগ্রহপূর্বক এই ঠিকানায় পত্রালাপ করতে পারেন.... স্বপন দাশ, সাংবাদিক ও কলামিষ্ট, সিনিয়র সহ-সভাপতি , বিশ্বনাথ প্রেস ক্লাব, বিশ্বনাথ, সিলেট । )
সূত্র: একটি বিদেশী বাংলা মিডিয়া থেকে সংক্ষেপিত )
সর্বশেষ এডিট : ০৮ ই ডিসেম্বর, ২০১১ বিকাল ৪:৫৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




