আমার দেশে অবস্তান কালীন সময়ে নিতান্ত খেয়ালের বশে কুমিল্লার সরাইল উপজেলার -হবিগন্জের লাখাই উপজেলার বামৈর সীমান্তের নিকটবর্তী পানডাক বাজারে , আমার পরিবারের সদস্য দের নিয়ে ভ্রমন করতে গিয়েছিলাম । আমার এক আত্মীয়ের কথামত , আমরা সুনাম ধন্য পাল-বংশের বাড়ীতে গিয়ে উপস্তিত হলাম । বাড়ীর কর্তা জনাব অসীম কুমার পাল আমাদের সাদরে চা-পানে আপ্যায়ন করলেন । অনেক কথা-বার্তার এক-পর্যায়ে তিনি বলেন এই সেতুটি শহীদ কিবরিয়া সাহেব মন্ত্রী থাকাকালীন সময়ে নির্মানের কাজ শুরু হয় । পরবর্তীতে ক্ষমতার পট পরিবর্তনে বি.এন. পি সরকার ক্ষমতায় আসলে আরো কিছু-দিন সেতুটির নির্মান কাজ চলতে থাকে ,কিন্তু বি এন পি সরকারের শেষ পর্যায়ে হঠাত করে অজ্ঞাত কারনে সেতুটির নির্মান কাজ স্থগিত হয়ে যায় । এরপর বর্তমান আওয়ামী সরকার ক্ষমতায় আসলেও সাবেক অর্থমন্ত্রী শহীদ কিবরিয়া সাহেবে র স্মৃতি-বিজরিত হবিগন্জ জেলার ভৌগলিক দিক থেকে অনেক গুরুত্বপূর্ন , এই সরকারের আমেলেও এই সেতুটির নির্মান কাজ শুরু হয় নাই ।
জনাব অসীম কুমার পাল আক্ষেপ করে বলেন এই সেতু-টির নির্মান কাজ সম্পন্ন হলে অত্র্র এলাকার অনগ্রসরমান শিক্ষায়,ব্যবসা-বানিজ্যে ক্ষেত্রে প্রভুত উন্নতি সাধন হত । তিনি আরোও উল্লেখ করে বলেন ,বিশেষ করে আপনাদের প্রবাসী অধ্যুষিত বৃহওর সিলেট বিভাগের সাথে ঢাকার দূরত্ব আরোও ৫৫ মাইল বা এক ঘন্টা কম হত । কেননা কুমিল্লার সরাইল উপজেলার বিশ্ব রোড থেকে সোজা একটি বড় পাকা সড়ক পানডাক বাজারে এসেছে এবং পানডাক বাজারের বড় খালের ওপারে আরো একটি মাঝারি ধরনের সড়ক সোজা হবিগন্জ জেলা সদরে গিয়েছে । হালকা যান-বাহনের জন্য সেতুটির নির্মান কাজ সম্পন্ন হলে যোগাযোগের ক্ষেত্রে মাইল-ফলক হিসবে নব-যুগের সুচনা হত । জনাব অসীম কুমার পাল , তিনির পরিবারের প্রসংগ এনে বলেন ,১৯১১ সালে গোড়ার দিকে বৃটিশ রাজত্বে তার পরিবার কলকাতায় ব্যবসা শুলু করেন । এবং ব্যবসায় প্রভুত উন্নতি সাধন হলে তিনির পরিবারের অনেক সদস্য জ্ঞাতি-ভাই আত্মীয় কটুম্ব অনেকেই আজ কলকাতাবাসী । তিনিই পরিবারের একমাত্র সদস্য দেশ প্রেমে নাড়ীর টানে আছেন, বাংলাদেশে । তবে অদূর ভবিষ্যতে তিনির ইউরোপ আমেরিকা ভ্রমনের ইচ্ছা আছে । — at বিগত ১/০৫/২০১৩ তারিখে...আমার বাংলাদেশে অবস্তান কালীন সময় ।
সর্বশেষ এডিট : ১২ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৭:২৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




