(এই প্রথম আমি somewhere ইন ব্লগ এ একটা ব্লগ লিখছি। এই ব্লগ এ লেখা বেশ কিছু দিন ধরে অনুসরণ করি কিন্তু আলসেমি করে নিজে লেখার আর সময় হয় নি। )
ব্লগ একটা শক্তিশালী বিকল্প গণমাধ্যম । এ গণ মাধ্যম এর উপর কেউ হঠাত্ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারে না। করপোরেট দের আনা injunction twitter মাইক্রো ব্লগের কল্যাণে অসহায় হয়ে পড়ে (Click This Link) তেমনি স্বৈর শাসকের ও বজ্রথাবা দমন করতে গণমত তৈরি করতে পারে।
কিন্তু বাংলা ব্লগ এ বিশেষত বাংলা সবচেয়ে বড় যে ব্লগ (somewhereinblog ) তার ব্লগ এর মান ও বিষয় বস্তু দেখে সত্যি হতাশ হতে হয়।
ব্লগ এ আমি শুধু কী ধরনের লেখা দেওয়া হয় সেটার একটা তালিকা তৈরি করতে চাই।
১। প্রথমত সবচেয়ে বেশি লেখা দেওয়া হয় ব্লগ এ সম্পুর্ন রাজনৈতিক ধাচের । বাংলাদেশ গণতান্ত্রিক দেশ এবং রাজনীতি সংক্রান্ত পোস্ট ব্লগ এ আসতেই পারে। তবে এই ব্লগ এ পড়ে মনে হয় যে ব্লগ এর বেশির ভাগ মানুষ ই রাজনীতি অন্ত প্রাণ । অসুবিধা হচ্ছে যে যেসব কথা ব্লগ এ লেখা হয় সেগুলি বেশির ভাগ ই মারাত্মক political bias থেকে লেখা হয়, এবং মুক্ত চিন্তা আর যুক্তি তর্কের থেকে সেখানে গলাবাজি করা আর branding করা বেশি প্রচলিত (ছাগু শব্দ টা প্রথম এই ব্লগ এ জেনেছি, যদিও তার আক্ষরিক অর্থ এখনো জানি না, আরেকটা শব্দ আজকে পেলাম ভাদা যেইটার অর্থ জেনে বিরক্ত লাগলো )
২। দ্বিতীয়ত যে ধরনের পোস্ট এখানে ব্যাপক সেটা হল ইংরেজি তে যাকে বলে "shameless self promotion"। এ ধরনের পোস্ট গুলি শুধু কোনও advertisement কে promote করে। তবে ইদানিং মনে হয় মডারেশন একটু কড়া হয়েছে এই ধরনের পোস্ট কমানোর ব্যপারে।
৩। তৃতীয়ত এখানে ধর্ম সংক্রান্ত (হয় প্রচারাভিযান বা ধর্ম কে অবমাননা কর পোস্ট এর ছড়া ছড়ি।
৪। "টেকি ভাই হেল্পান" জাতীয় কিছু পোস্ট দেওয়া হয়। এই পোস্ট দাতারা forum আর blog এর বেসিক পার্থক্য টুকু জানেন না। ফোরাম এ পোস্ট না দিয়ে এসে ব্লগ এ সম্পুর্ন অপ্রয়োজনীয় এই ধরনের পোস্ট দেন।
১ এবং ৩ সংক্রান্ত পোস্ট এ ইচ্ছাকৃত ভাবে trolling করার প্রবণতা লক্ষণীয়, যেখানে একজন এমন একটা মন্তব্য করবেন, যা তার বিরোধী গোষ্ঠীর মারাত্মক ক্ষোভের সৃষ্টি করবে। এমন কী কয়েকদিন আগে BUET এর মেকানিকাল 09 এর একজন ছাত্র বাস দুর্ঘটনায় মারা যাবার পর শুধু শুধু একজন ব্লগার বুয়েটিয়ান দের ব্লগ গুলোতে বুয়েট নিয়ে বিষদগার করছিল।
আমার কিছু এ সম্পর্কে suggestion হল:
1। ব্লগ এ ব্যাড ওয়ার্ড ফিল্টার এর প্রচলন করা। "সেফ" ইউজার দের ও যাদের মন্তব্যে অতিরিক্ত অশ্লীল মতামত থাকবে বা গালি গালাজ থাকবে, তাদের মন্তব্য অনিবন্ধিত ব্যবহারকারী দের থেকে লুকানো থাকবে, আর যেসকল ব্যবহারকারী এসকল পোস্ট দেখতে চাবে শুধু তাদের ই দেখতে দেওয়া হবে। এ পদক্ষেপ নিলে মানুষ পোস্ট এ খামোকা অশ্লীল শব্দ চয়নে বিরত হবে।
2। নিবন্ধিত সদস্যদের জন্য কোনও কোনও বিশেষ কী ওয়ার্ড এর পোস্ট লুকানোর ব্যবস্থা করা।
আমি যদিও লেখার content সেন্সরশীপ এর বিরোধী, আমি এই ব্লগ এ লেখার মান উন্নত করবার জন্য কোনও পদক্ষেপ নিলে তার পক্ষে। সামু এর কর্তৃপক্ষকে বলছি, আপনারা যদি ব্লগ এর মান না বৃদ্ধি করেন তাহলে ব্লগ বা লেখালেখির সবচেয়ে শক্তিশালী অংশটিকে আপনারা হারাবেন, আর টা হল পাঠক।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




