অনেক আগে কদ্দু নামে একটা গল্প পড়েছিলাম, গল্পটা হুবহু স্মরণ নেই কিন্তু গল্পের ছোট্ট একটা অংশ অনেকটা এরকম ছিল:
করিম: মামা এবার আমার ক্ষেতে মেলা কদু হইছে।
মামা: হইবোইতো সার দিছস, পানি দিছস, তোর ক্ষেতে হইবোনা কি আমার ক্ষেতে হইবো ?
করিম: তো একদিন বাজারে লইয়া গেলাম
মামা: এত কষ্ট কইরা ফসল ফলাইছস বাজারে নিবিনা তো কি ফালাইয়া দিবি ?
করিম: এক পুলিশ আইসা দাম জিগাইলো
মামা: বাজারে বেচতে নিছস এখন যে কেউ দাম জিগাইবার পারে
করিম: আমিতো হালায় ২০টাকা চাইলাম
মামা: তোর কদু তুই ২০টাকা চাবিনা তো কি করবি?
করিম: পুলিশ হালায় ১০ টাকা কয়।
মামা: বাজারে এত এত কদু ১০টাকা কইবো না তো কি কইবো।
করিম: আমি তো হালায় দিমুনা।
মামা: তোর কদু তুই দিবি না দিবি, এটা তোর ব্যাপা
করিম:দাম বেশি চাওয়ায় পুলিশ মাইর দিলো।
চাচা:দিবেইতো তুই দুই আনার জিনিস চাইর আনা চাইবি তো বে কি আদর করব?
করিম:এক সময় পুলিশ মাইর দিয়া আমারে ছাইড়া দিল।
চাচা: দিবইতো ,জানে না নে যে তুই রহিমুদ্দিনের ভাইয়ের বেটা
করিম: কিন্তু হালায় কদু লইয়াগেছে দাম ও দেয় নাই।
মামা: দামা কেন দিবো? দেশটাই তো ওগো
কমির: এবার চিন্তা করছি আর কদুই লাগামু না।
মামা: কেন লাগাবি, যদি ঠিকমত দাম না পাছ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




