সোডিয়াম আলোর নীরাবতায় কয়েকটি ছায়ামূর্তি !!!
না , ভুল ভেঙ্গে যায় ...............
চলছে একদল কোলাহল প্রিয় হৃদয় ......
অনুসরণ করি ......
অনুভব করি .........
জীবনের চতুষ্কোণ !!
সুড়ঙ্গ মুখ থেকে হ্যাঁচকা টানে সরিয়ে নিয়ে আসে আমাকে দায়িত্ববোধ !!!
জীবন থেকে বারবার ছিটকে পরা জীবনকে টেনে নিতে হয় সামনের পথে ............।
যেখানে অতিক্রান্ত হয় চেনা অচেনা সুড়ঙ্গপথ
কখনও আলোয় ...কখনও অন্ধকারে . ......
সালফিউরিক এর গাঠনিক সংকেতে মন নেই কারো !!!
সবাই অপেক্ষায় আছে ভূকম্পনের.......বাতাসে জমছে কার্বন ডাই অক্সাইড ........
শরীর ভিজছে সোডিয়াম ক্লোরাইডে ......
অতপর নিশ্চুপ নীরাবতায় জোৎস্নার চুমু নিয়ে স্পর্শ করে মৃত্তিকা........................
কয়েকফোঁটা শিশির কণা! !!
***প্রতিটা মুহূর্তে আমি ,আমার অতীত হই !
অথবা ,
বলা যায় নিজেকে আবিষ্কার করি
গরম চায়ের পেয়ালায় .......
প্রতিটি তৃপ্তি বা অতৃপ্তিতে ........
ছেড়ে যাওয়া ধোঁয়ায় শুনতে পাই মৃদু গুঞ্জন ,
কল্পনা ,ইচ্ছে ,আবেগে জর্জরিত পুরোনো আমির আহাজারি! !
ভুলে যাই বর্তমানের আমি কে !!!
বোধহীন হতে থাকে বোধ! !
শুধুই ছুট চলা. .................
খেয়ালী পায়ে ক্লান্তিহীন এগিয়ে চলেছি ভবিষ্যতে
আমার আসলে বর্তমান বলে কিছু নেই
হয়তো আছে! !
যা যতনে এড়িয়ে চলি .....
বেচেঁ আছি..........
জীবন টানছি দুটো লোহার ক্রাচে ভর করে.............
যার একটি মরচে পরা , অন্যটি বড্ড বেশি চকচকে !!
আমি বেচেঁ আছি অতীত ও ভবিষ্যতে . . . . . . .
বর্তমান আমি যেখানে অথর্ব _____________ !!
~~~~ *** নাই কাজ ত খৈ ভাজ !!--- আরেকটি খৈ ভাজা প্রোজেক্ট , বাটার পপকর্ন যাকে বলে পুরনো খৈ এ ঘি মাখানো
**** উৎসর্গ ও শিরোনামের কৃতিত্ব না পারভীনের
সর্বশেষ এডিট : ২৫ শে নভেম্বর, ২০১৫ রাত ১:২১