বাবরি মসজিদ ধ্বংসকারী অন্যতম প্রধান নেতা এবং হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী ভজন লালের নাতি শ্রীবলবীর সিং এখন মোঃ আমীর নাম নিয়ে জোর কদমে ইসলাম প্রচার করছেন। ছুটে চলেছেন দেশের একপ্রান্ত থেকে অন্যপ্রান্তে। এ রাজ্যেও তিনি কয়েক বার এসেছেন। ৯ অক্টোবর নদীয়া জেলার থানারপাড়া থানার অন্তর্গত নতিডাঙ্গা অমিয় স্মৃতি বিদ্যালয় সংলগ্ন মাঠে এক ইসলামিক আলোচনা সভায় তিনি এসেছিলেন। হাজার হাজার মানুষের উপচেপড়া ভিড়ে জনমানস থেকে উত্থাপিত বিভিন্ন প্রশ্নের জবাব দেন তিনি। তারই কিছু অংশ এখানে তুলে ধরা হলো।
প্রশ্নঃ আপনি কেন ইসলাম ধর্ম গ্রহণ করলেন?
বলবীরঃ আমি বাবরি মসজিদ ধ্বংস করার পর পাগল হয়ে গিয়েছিলাম। ইসলাম ধর্ম সম্পর্কে জানার জন্য উদগ্রীব হয়ে পড়ি। অবশেষে শান্তিতলে এলাম।
প্রশ্নঃ আপনার পরিবার?
বলবীরঃ আমরা তিন ভাই। সকলে ইসলাম ধর্ম গ্রহণ করেছি। আর আমার ছেলেমেয়ে? মুসলিম ঘরের ছেলেমেয়েরা আবার মুসলিম না হয়ে কী হবে?
প্রশ্নঃ কতজন মিলে বাবরি মসজিদ ভেঙেছেন?
বলবীরঃ মিডিয়া তো লাখ লাখ বলছে। কিন্তু এত কেন? আমরা বিভিন্ন ভাগে ছিলাম। ৫০০ জন নিয়ে দল। ৭০০ জন নিয়ে দল ইত্যাদি। আমি ওদের নেতৃত্বে ছিলাম।
প্রশ্নঃ প্রশাসন?
বলবীরঃ পুলিশ প্রশাসন নীরব ছিল। তারা আমাদের মসজিদ ভাঙার জন্য সাহায্য করেছিল।
প্রশ্নঃ সেখানে কোন মুসলিম যায়নি?
বলবীরঃ মুসলমান যাওয়ার উপায় ছিল না। হিন্দু সেজে গেলেও তাকে উলঙ্গ করে পরীক্ষা করা হতো।
প্রশ্নঃ বাবরি মসজিদ ব্যাপারে আপনি এখন কী ভাবছেন?
বলবীরঃ এটা সম্পূর্ণ সুপ্রীমকোর্টের বিচারাধীন। সুপ্রীমকোর্ট কী রায় দেয় তা দেখার জন্য দেশবাসী অধীর আগ্রহে অপেক্ষা করছে।
প্রশ্নঃ হিন্দু ও মুসলিম ভাইদের জন্য আপনার ম্যাসেজ কী?
বলবীরঃ সমস্ত ধর্মগ্রন্থে ইসলাম ধর্মের কথা আছে। সমস্ত ধর্মকে ইসলাম স্বীকার করে। ইসলাম হলো সমস্ত ধর্মের সারসংকলন। মুসলিমদের একথা বোঝাতে হবে এবং হিন্দু ভাইদের আরো সহনশীল হয়ে ইসলামসহ সমস্ত ধর্ম সম্পর্কে জানতে হবে।
মোহম্মদ আমীর এর সাথে যোগাযোগের ঠিকানা:
ফোনঃ ০৯৭০৪১৭২২৯১, ০৯৯১১৪৯৩২৫
ই-মেইলঃ [email protected]
এভাবেই যুগে যুগে যারা মুসলমান ও ইসলামের বিরোধীতা করেছে এক আল্লাহর সর্ব ক্ষমতাবলে তারাই আবার ইসলামের ছায়াতলে আসীন হয়েছে ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




