বিশ্বে ২০০৯ সালে রেকর্ড সংখ্যক সাংবাদিকের মৃত্যু হয়েছে।বিশেষ করে ফিলিপাইনের নির্বাচনী সহিংসতার পর সাংবাদিক নিহতের সংখ্যা দাড়িঁয়েছে ৬৮জন।সাংবাদিক নিরাপত্তা কমিটি (সিপিজী) এ কথা জানিয়েছে।সিপিজী বলেছে, ২০০৮ সালে এ সংখ্যা ছিল ৪২জন। ২০০৭ সালে ৬৭ জন। কিন্তু এ বছর ২০০৭ সালের সংখ্যা পেরিয়ে রেকর্ড সৃষ্টি হয়েছে।অথচ ইরাকে সাংবাদিক নিহতের সংখ্যা অনেক কমেছে।ইরাকে সাংবাদিক নিহতের সংখ্যা ৪ জন।
এ বছর সাংবাদিক নিহতের সংখ্যার দিক দিয়ে শীর্ষ দেশ ফিলিপাইন, সংখ্যা ৩২ জন।২য় অবস্থানে আছে সোমালিয়া,সংখ্যা ৯ জন।৩য় অবস্থানে আছে ইরাক।
অন্যান্য দেশের মধ্যে পাকিস্তানে ৪,রাশিয়াতে ৩,মেক্সিকোতে ২,ভেনিজুয়েলায় ১ জন।
এছাড়া ইসরাইল,নেপাল,মাদাগাস্কার,নাইজেরিয়া,আজারবাইজান,কেনিয়া,আফগানিস্তান,ইরান,
ফিলিস্তিন,ইন্দোনেশিয়া,এল সালভাদর ও কলম্বিয়াতে আরো কয়েকজন সাংবাদিক।
এভাবে সাংবাদিক নিহত আমরা বিশ্বের সঠিক খবর পাবো কিভাবে।সাংবাদিকতা পেশায় মানুষ আগ্রহ হারিয়ে ফেলবে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




