তথ্যটা হজম করতে আমার অনেকটা সময় লাগল । একটা ঢোক গিললাম । সারাদিন কাগজ নিয়ে শুধু হিজিবিজি অংক কসলাম । শেষপর্যন্ত কিন্তু হিসাব মিলিয়ে দেখলাম আসলেই তাই ।
আমরা ফেসবুক, ব্লগ, টুইটার, গুগলপ্লাস, ইয়াহু, জিমেইল - এইরকম যত সোসাল কানেকশন আছে, আপনি কিন্তু আমার থেকে গড়ে মাত্র ছয় হাত দূরে । পদ্ধতিটার একটা সহজ নাম আছে 'সিক্স ডিগ্রী সেপারেশন' । এইটা কিন্তু আমার কথা না । ফ্রিগুয়েস কারিন্থু নামে একলোক ১৯২৯ সালে এই ধারণার জন্ম দেন । আর এইটা পরিচিতি একটা নাটকের অংশ হিসেবে ।
মাইকেল গুরেভিচ প্রথম পরীক্ষাটা চালান 'স্মল ওয়ার্ল্ড এক্সপেরিমেন্ট' নামে ১৯৬১ সালে । কার্ল বুনিয়ান ফেসবুকে পরীক্ষাটা চালান এবং প্রমাণ করেন এই হাইপোথ্যাটিক্যাল ধারণাকে । ২০০৯ সালে এই প্রজেক্টটা বন্ধ ঘোষণা হয় আইনি জটিলতার কারণে ।
কিছু সহজ এলগোরিদম দিয়ে চাইলে আপনিও পরীক্ষা করতে পারেন ।
তথ্যসূত্র : উইকিপিডিয়া
ভিডিও গান:
সর্বশেষ এডিট : ১৫ ই নভেম্বর, ২০১২ রাত ১২:৩০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




