কিভাবে যেন হঠাৎ কইরে অনেক বেশী ছাগু সামু বল্গে আমদানি হয়ে গেছে । এদেরকে অর্গানাইজড থুক্কু ক্যাটাগরাইজড করাটা অনেক বেশী জরুরী হয়ে পড়েছে । বাড়িতে কারও সুখ হইলে যেমন বাড়ির বাকি সবাই আনসার্টিফাইড ডাক্তার হয়ে যায়, তেমনি দেশপ্রেমের ডাক পড়ার সাথে সাথে সবাই কিভাবে জানি রাজনীতিবিদ হয়ে গেল। যাই হোক, দেখুন কে কোন লিস্টে পড়েন :
১। সাধারণ ছাগু - এরা সব চাইতে বোকা । যে যা বলে, তাই কপি করে । নিজের কোনো মতামত নাই ।
২। দুষ্টু ছাগু - এরা একটু চালাক টাইপ । 'ধরি মাছ না ছুঁই পানি' টাইপ । ১নং ছাগুরা এদের প্রধান টার্গেট ।
৩। পুরা ছাগু - এরা কিছুই বুঝে না । না বুইঝা আজাইরা ফাল পাড়ে ।
৪। বস ছাগু - এরা পিছন থিকা কলকাঠি নাড়ে ।
৫। ছদ্মবেশী ছাগু - এরা ডেন্জারাস টাইপ । বেশভুসা দেখে কিছুই বুঝার উপায় নাই ।
৬। ঘুমন্ত ছাগু - এরা বিড়বিড় কইরে কথাবার্তা বলে । কিছুই বোঝা যায় না ।
৭। প্রশ্নকারী ছাগু - এদের মাথায় শুধু প্রশ্নই গিজগিজ করে ।
৮। কনফিউজড ছাগু - এরা নিজেরা বুঝতে পারে না যে এরা ছাগু কিনা ।
৯। মজনু ছাগু - এরা মজনু ছাগু । সব জায়গায় গিয়ে টাংকি মারে ।
১০। সুযোগসন্ধানী ছাগু - এরা সুযোগের অপেক্ষায় থাকে । গিরগিটির মত রং পাল্টায় ।
১১ । ঝগড়াটে ছাগু - এরা খালি ঝগড়া লাগায় ।
১২। কোপাছাগু - এরা মারাত্মক । আর কিছু বললাম না ।
১৩। হুজুর ছাগু - এরা কথায় কথায় ইন্টারনেট থেকে হাদিস কপি মারে ।
১৪। আত্মভোলা ছাগু - এরা যে ছাগু - এইটা এদের মাথায় থাকে না ।
বারবার একই কাজ করে ।
১৫। মিথ্যা ছাগু - এরা প্রমাণ করতে চায় যে এরা ছাগু না ।
*১৬। ত্যানা প্যাচানো ছাগু - এরা ছাগুকে প্রথমে গালিগালাজ করে । এরপর একটা 'কিন্তু' দিয়ে তাদের রূপ প্রকাশ করে ।
*১৭। চিহ্নিত ছাগু - এদেরকে ট্যাগ করা ছাগু ।
*১৮। প্রকাশিত ছাগু - এরা শুরু থেকেই ছাগু হিসেবে মঞ্চে আভির্ভূত হয় ।
* ১৯। পাওয়ারফুল ছাগু - এরা ক্ষমতাসীন লোকজন । সবাইকে কন্ট্রোল করার চেষ্টা করে ।
*২০। চুনকালি/বেলাল্লা ছাগু - এরা শুরুতেই চুনকালি খেয়ে ফেলে ।
২১ । নন ছাগু - এইটা একটা বিশেষ গ্রুপ । উপরের সবকয়টা
ক্যাটাগরীতে ফেল করলে এদেরকে এই সার্টিফিকেট দেয়া হয় ।
আপাতত, আমার আর কিছু মনে পড়তেছে না ।
* নতুন সংযোজিত
সর্বশেষ এডিট : ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৫১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




