সমস্যা: পোস্ট হারানো গিয়েছে ।
পোস্টের নাম : আমার প্রথম পোসট ।
হারানোর সময়: ০৫ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১০:১৭ ঘটিকায় ঘটনাটা উপলব্ধি করতে পেরেছি ।
তাৎক্ষনিক প্রতিক্রিয়া: আমি সেই পোস্ট খোজার আবেদন সামুতে পেশ করেছিলাম । কিন্তু তেমন কোনো সাড়া পাওয়া যায়নি ।
সমস্যার শুরু:
বেশ কয়েকমাস আগে পুরাতন পোস্ট ঘাটাঘাটি করতে গিয়ে অটোড্রাফট পোস্টে নিজের প্রথমপোস্ট খানা আহ্লাদে আটখানা হয়ে ওটাকে ব্লগ পাতায় সংরক্ষণ করার ইচ্ছা পোষণ করলাম । তার ফলস্বরূপ 'ব্লগে প্রকাশ করুন' বোতামে চাপ দিলাম । এরপরের ঘটনায় সামু সাক্ষী । পোস্টটি তাৎক্ষণিক ভাবে খুঁজে না পাওয়া গেলেও হঠাৎ করে ০৭ই জুন, ২০১৩ রাত ১০:৩০ পোস্টার পুণার্বিভাবে যারপরনাই বিস্মিত হয়েছি । আমি ঘটনার একটা সুষ্ঠু ব্যাখ্যার আবেদন করছি ।
যোগাযোগ: বাগসবানি
সর্বশেষ এডিট : ০৯ ই জুন, ২০১৩ রাত ২:৩৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।






