আমি ছোটোদের জন্য টিউটোরিয়াল তৈরি করতে চাচ্ছি । কিন্তু সাউন্ড রেকর্ডিং করলে, সাউন্ডের মান খারাপ হচ্ছে । কিভাবে সাউন্ড রেকর্ডিং-এর মান ভাল পর্যায়ে নিয়ে যেতে পারি । ব্লগার বন্ধুরা যারা রেকর্ডিং করে থাকেন তারা আমাকে রেকর্ডিং-এর কোয়ালিটি ভাল করতে সাহায্য করুন । আপনাদেরকে অগ্রিম ধন্যবাদ রইল ।
এক্সটা সাউন্ড কার্ড ছাড়া কি সাউন্ড কোয়ালিটি মোটামোটি পর্যায়ের হবে না । আমি কোসোনিক কোম্পানির মাইক্রোফোন(হেডফোন ছাড়া মাক্রোফোন) ব্যবহার করি । সাউন্ড রেকর্ডের জন্য সাউন্ড রেকর্ডার সফটওয়ার ব্যবহার করি । আমার পিসিতে উইন্ডোজ এক্সপি সার্ভিস প্যাক ২ ইন্সটল দেয়া আছে । আমার মাদারবোর্ড INTELINTEL-DG33FB Intel DG33FB , DirectX Version: DirectX 9.0c.
প্লিজ ব্লগার ভাই-বোনেরা একটু হেল্প করুন । অগ্রিম ধন্যবাদ রইল ।
সর্বশেষ এডিট : ২১ শে অক্টোবর, ২০১০ সন্ধ্যা ৬:৪৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




