আজ অনেকদিন পর 'গুগল' এ ঘুরতে ঘুরতে ছেলে বেলার একটা গানের কথা পেলাম। তাই ভাবলাম ব্লগে সবার সাথে শেয়ার করি।
আমার শৈশবটা অন্যরকম ছিল। আ্মি কম্পিউটারে গেইম খেলে বড় হইনি, কানের মধ্যে হেডফন গুজে থাকতাম না। মা খুব কড়া ছিলেন বলে খুব একটা সিনেমাও দেখা হয় নি।বন্ধুদেরকে নিয়ে ঘরের বাইরের ফাস্টফুডের দকানে যাবার চল ও তখন ছিল না। বিকেল বেলা ছাদে ছুটাছুটি, ছোট বোনের সাথে পুতুল বিয়ে খেলা, সাদা খাতায় ড্রইঙের নামে আকিবুকি, কমিক বই আর ছোটদের সংকলন পড়া,আর মাঝে মাঝে 'টুইন- ওয়ান' এ গান শোনার মধ্যেই আমার বিনোদন সীমাবদ্ধ ছিল।
হিন্দি চটুল গান আমার মায়ের সজাগ কানের জন্যই বোধহয় আমাদের কানে খুব একটা আসতো না। আমার মা বলতেন ছোটরা থাকবে ছোটদের মত।অরা শুনবে বাচ্চাদের গান। অনেকদিন পর্যন্ত এই নিয়ে মনে চাপা বিদ্রোহ থাকলেও মুখ ফুটে বলা হত না কখনই। মা আমাদের জন্য খুজে খুজে ছোটদের গানের ক্যাসেট নিয়ে আসতেন। তখন তো আর সিডির যুগ ছিলনা। এখনও মনে পরে 'টনাটুনি' বলে একটা প্রকাশক ছিল। ছোটদের বই আর গান বের করত। ওদের প্রায় সব বই আর গানের সংগ্রহ মা আমাদের জন্য নিয়ে এসেছিলেন। তেলের শিশি ভাঙল বলে খুকুর 'পরে রাগ কর, অমা গো মা অন্য কোন গল্প শোনাও এমন শ্রুতিমধুর অনেক গানের কাছেই আমার শৈশব ঋণী।
এই ব্লগে নিশ্চয়ই এমন অনেকে আছেন যারা মাঝে মাঝেই দন্দে পড়ে যান যে ছোটোমনিকে কোন গানটা শোনাবেন। এমন অনেকের জন্যই নিচের গানটি দিলাম।
খুকুমনির বিয়ে
।
পুতুল পুতুল খুকুমনির আজকে হবে বিয়ে
তাই বাজনা বাজচ্ছ...
গয়না বেনারসি পরে কনে সেজেছে...
হাত ভাংগা সব পানির পুতুল,
তপর মাথায় দিয়ে বায়না ধরেছে...
লাল তুক্তুক খুকুমনি মনে ধরেছে.....
আয় আয় ছুটে আয়, আয় সব জুটে আয়
বাজা শাঁখ উলু দেরে লগ্ন এসেছে।
বরযাত্রী যাবে বলে সবাই ধরেছে,
নিগ্র পুতুল কাল মেয়ে টুপি পরেছে.....
হাতি ঘোড়া কোমর বেধে তৈরি হয়েছে...
অনেক ধরা ধরি করে রবি ঠাকুর পাত্র হয়েছে....।
আয় আয় ছুটে আয়, আয় সব জুটে আয়
বাজা শাঁখ উলু দেরে লগ্ন এসেছে।
গানটার লিরিক দিতে পারলেও গান্টার লিঙ্ক দিতে পারলাম না বলে দুঃখিত
সর্বশেষ এডিট : ২৭ শে জুন, ২০১১ রাত ৯:২২