ধন্যবাদ ব্লগ কর্তৃপক্ষকে।
এটা মার্চের উত্তাল সময়। আমি নিজেকে খুব ভাগ্যবান মনে করছি এই মাসে নিজেকে ব্লগে আত্মপ্রকাশ করতে পেরে।
মার্চ মাস
বাঙালীর ইতিহাসে এক ঐতিহাসিক মাস। কারন ১৯৭১ সালের মার্চ মাসেই- হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান আমাদের কে স্বাধীনতা শব্দটি উপহার দিয়েছিলেন।
আর সেদিন থেকেই স্বাধীনতা শব্দটি যেন আমার; আমাদের।
কিন্তু, যে বঙ্গবন্ধু আমাদের কে একটি স্বাধীন বাঙলাদেশ উপহার দিলেন..........তার জন্য আমরা কে কি করেছি ??????
বঙ্গবন্ধু,
আজ তোমায় খুব বেশী মনে পড়ে
তোমার জন্য আমার ছোট্ট প্রয়াস..............
দেবার তো কিছুই নেই, তবু দেবার আশা
কবিতাটি উৎসর্গ করলাম, তোমায় এই তো মনের আশা..............
আমার লেখা সর্বপ্রথম কবিতা....
আত্মকথা
মো: ময়েজুল হক
ওহে বীর জেগে ওঠো
আমি বলি তুমি শোন
সুপ্ত মনের বাসনা
একটু খানি শোন; না।।
ওহে বীর জেগে ওঠো
আমি বলি তুমি শোন
বলবো আমি যে কথা
বাঙলাদেশের জয়গাথা।।
ওহে বীর জেগে ওঠো
আমি বলি তুমি শোন
রক্ত মাখা শহীদের প্রাণ
গেয়ে গেছে জয়ের গান।।
ওহে বীর জেগে ওঠো
আমি বলি তুমি শোন
পরাধীন বাঙলা
স্বাধীন করেছি আমরা।।
ওহে বীর জেগে ওঠো
আমি বলি তুমি শোন
বাঙলার বুকে আজ
ফুল ফোটে নতুন সাজ।।
ওহে বীর জেগে ওঠো
আমি বলি তুমি শোন
বাঙলার বসেন্ত
পাখি ডাকে কলরবে।।
ওহে বীর জেগে ওঠো
আমি বলি তুমি শোন
পদ্মা, মেঘনা, যমুনা
আমরা হার মানব না।।
ওহে বীর জেগে ওঠো
আমি বলি তুমি শোন
সাত কোটি বাঙালী
আমরা তোমায় ভুলিনি।।
ওহে বীর জেগে ওঠো
আমি বলি তুমি শোন
স্বপ্নে গড়া বাঙলা
রক্ষা করব আমরা।।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





