কাল টাইম মেশিন নিয়ে একটা ছিনেমা দেখলাম।
ইদানিং টাইম মেশিন নিয়ে খুব চর্চা হচ্ছে চারদিকে ।
বিজ্ঞানী আইন্সটাইনের একটি পরীক্ষার কথা বলি,
যমজ দুই বোন একজন মহাকাশচারী, অন্য জন সাধারন ,
একদিন, একবোন আলোর বেগে ছুটে গেল , একদিন পরে ফিরে আসল পৃথিবীতে।
মহাকাশচারী বোনের বয়স বাড়লো একদিন, আর পৃথিবীতে যে বোন ছিল তার বয়স বাড়ল দশ বছর ।
এইটাকে বলে আইন্স্টানের টুইন পেরাডস্ক সূত্র।
এই সূত্রকে কাজে লাগিয়ে সময় পরিব্রমন করা যাবে।
আলোর বেগে এখোনো মানুষ ছুটতে পারেনি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





