আগামী পৃথিবীর প্রযুক্তিকে বদলে কি দেবে এই গ্রাফিন। খবরটা পড়ে ভালো লাগল। তাই এই লেখা,
এখন বিভিন্ন যন্ত্রপাতিতে সিলিকন চিপ ব্যাবহার করা হয়।যা তারাতারি গরম হয়ে যায়। কিন্তু,
গ্রাফিন হল দুটি কার্বন পরমানুর বন্ধনের দৈর্ঘ মাএ 0.142 ন্যানোমিটার। এটিই হচ্ছে প্রায় সবচেয়ে ক্ষুদ্রতম বস্তু।যা কিনা সিলিকন চিপ থেকেও তিন গুন ছোট। এর ঘনত্ব এত কম ,সবচেয়ে ছোট হিলিয়াম পরমানুও পর্যন্ত যেতে পারে না। এই ঘনত্বের কারনেই তা সিলিকনের চেয়ে ১০০ গুন বেশী বিদ্যূৎ ও তাপ পরিবহন করতে পারে। আর একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট হল তা হিরকের চেয়ে ও শক্ত। তাই এখন কম্পিওটার এর প্রসেসর তারাতারি গরম হবে না। বিভিন্ন যন্ত্রপাতি আরোও ছোট হয়ে যাবে।
ব্যাক্টেরিয়া ধংসকারী হিসেবেও এর ব্যাবহার রয়েছে। একে যদি প্লাস্টিকের সাথে মিশানো হয় তাহলে গ্রাফিন প্লাস্টিককে বিদ্যুৎ পরিবাহি ও তাপসহ্য পদার্থে রূপান্তরিত করে। কল্পনা করা যায়। আমিতো শিহরিত।
গ্রাফিন ব্যবহারের বিষয় গবেষনা করে এ বছর দু বিজ্ঞানী নোবেল প্রাইজ পেয়েছেন।
রাশিয়ায় জন্মগ্রহনকারী এবং ব্রিটেনে ম্যানচাস্টার বিশ্ববিদ্যালয়ে অধ্যপনারত দুই পদার্থবিজ্ঞানী অ্যান্ড্রে জেইম এবং কন্সটেনটিন নভোসেলোভ।
সর্বশেষ এডিট : ২১ শে জানুয়ারি, ২০১১ সন্ধ্যা ৭:৫৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





