



কাউকে দেবতা বানিয়ে ফেললে তার মানবিক ভুলকেও আর ভুল মনে হয় না। আবার শয়তান বানালে তার ভালদিকও চোখে পরে না।
শেখ মুজিবুর রহমানের অবস্থাটা হয়েছে অনেকটা এমন। তার পক্ষ-বিপক্ষ দুইদিকের লেখাই পড়েছি। এক দল তাকে বানিয়েছে নির্ভুল দেবতা আরেক দল বানিয়েছে সাক্ষাৎ শয়তান। তবে সত্যটা সম্ভবত রয়েছে এই দুই দলের মাঝামাঝি অবস্থানের মধ্যে, একজন মানুষ শেখ মুজিবুর রহমান।
একজন মানুষের অনেকগুলো পরিচয় থাকে। আপনি যখন কাউকে বিবেচনা করবেন তখন সবগুলোদিকই বিশ্লেষণ করে সিদ্ধান্তে আসতে হবে। প্রধানমন্ত্রী মুজিবকে আপনি ১০ এ যত কম দিতে চান দিন, কিন্তু বৃটিশ মুক্তির পাকিস্তান আন্দোলনে তার ভুমিকাকে ১০ এ পুরো ১০ ই দিতে হবে। যুক্তফ্রন্টের নির্বাচনকালীন আন্দোলনে ১০/১০ এবং পাকিস্তানের কতৃত্ববাদী অপশাসনের বিরুদ্ধে সংগ্রামে যদি তাকে ১০ এ ১০ না দেন তাহলে হয় আপনি অজ্ঞ অথবা মিথ্যাবাদী। এভাবে ব্যক্তি মুজিব, মুসলিম জাতীয়তাবাদী কর্মী, বাংলাদেশিদের ন্যায্য অধিকার আন্দোলনের নেতা ইত্যাদি বিভিন্ন দৃষ্টিকোণ থেকে তাকে মুল্যায়ন করলে আমরা একজন দেশপ্রেমিক মানুষকেই দেখতে পাই।
আগষ্ট মাসে যে মর্মান্তিক ঘটনা ঘটে গেছে সেটা নিয়েও চলে ব্যবসা। অনেক সভা সমাবেশ হচ্ছে। শোকের চিহ্ন দেখছি না কারো মুখে বা কাজে। মাইকে "ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি" টাইপ আনন্দের গান বাজছে, পাশে ভুরি ভোজের আয়োজন চলছে, সবাই বসে আড্ডা দিচ্ছে, একটা উৎসব উৎসব ভাব। আর একদল হাস্যকর ভাবে শিয়াদের মত করে "হায় মুজিব" "হায় মুজিব" বলে আওয়ামী তাজিয়া মিছিল বের করেছে [যদিও কারো রক্ত বের হতে দেখলাম না]। কি জঘন্য চেতনা!!
আমরা তার ভুলের জন্য মাগফেরাত কামনা করব এবং ভাল ও সাহসী কাজের জন্য প্রশংসা ও অনুপ্রেরণা নেব। কিন্তু না। চলে, অতিভক্তি দেখিয়ে কিছু নগদ কামিয়ে নেওয়ার ধান্ধা বা কেক কেটে কারো প্রিয় হবার ইচ্ছা। বাঙালী মুসলমান জাতি হিসেবে যতদিন স্বাধীন থাকবে ততদিন মুজিব নামটা থাকবেই। আওয়ামীলীগ ক্ষমতায় থাক বা না থাক।
'অসমাপ্ত আত্মজীবনী' পড়ার আগে তার প্রতি খুব একটা শ্রদ্ধা ছিল না [এই সব কর্মকান্ডের জন্য]। পড়ার পর ধারনা অনেক পরিবর্তন হয়েছে....
যদি সত্যি শ্রদ্ধা থাকে তবে আগষ্ট মাসে মায়া কান্না না করে তার এই জীবনীটা একটু পড়েন। দেবতা এবং শয়তানের মাঝখানে একজন শ্বাসত মানুষ শেখ মুজিবকে আবিষ্কার করবেন। আর তখন মানুষ হিসেবে তার রাষ্ট্র পরিচালনায় দালাল ও তোষামোদ শ্রেণীকে মোকাবেলার ব্যার্থতাকে অসম্ভব হবেনা। বরং সেই ভুল থেকে শিক্ষা নিয়ে সামনে এগুতে হবে।
সর্বশেষ এডিট : ১৫ ই আগস্ট, ২০১৭ দুপুর ২:৪৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




